১০ বছরেও সংস্কার হয়নি দুই উপজেলার সংযোগ সেতুটি

Jhalakati News Photo-2 08-02-201722

নলছিটি-ঝালকাঠী সদরের কয়েকটি গ্রামের মধ্যে সংযোগরক্ষাকারী পোনাবালিয়া-টেকেরহাট খালের উপর নির্মিত সেতুটি ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। ১৯৮৭ সালে নির্মিত এই সেতুটি ঘূর্ণিঝড় সিডরে ক্ষতিগ্রস্ত হওয়ার পর ১০ বছর পার হলেও সংস্কার কিংবা পুনর্নির্মাণ করা হয়নি। যে কোনও সময় সেতুটি ভেঙে পড়ে ঘটতে পারে বড় ধরনের দুর্ঘটনা।

২০০৭ সালের ১৫ নভেম্বর সিডররের আঘাতে গাছ পরে সেতুর পূর্ব পাশের বেশ কিছু অংশ ভেঙে পানিতে তলিয়ে যায়। ক্ষতিগ্রস্ত সেতুতে কাঠের পাতাটন, বাঁশ ও সুপারি গাছ দিয়ে সাঁকো তৈরি করে কোনও রকমে পার হচ্ছেন স্থানীয়রা। দুই উপজেলার সংযোগ রক্ষাকারী ব্যস্ততম সেতুটি উপর দিয়ে প্রতিদিন অসংখ্য মানুষ পার হওয়ায় কিছু দিন পর পরই সাঁকোটি ভেঙে যায় ।

সরেজমিন ঘুরে দেখা যায়, ১৫০ ফুট দৈর্ঘ্যে সেতুটির অর্ধেকটা ভাঙা। সেতুর পূর্ব পাশে টেকেরহাট বাজার এবং পশ্চিম পাশে হাজরাগাতী সরকারি প্রাথমিক বিদ্যালয় ও কে এম খান মাধ্যমিক বিদ্যালয়।

হাজরাগাতী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক মানিক লাল দাস বলেন, আমাদের বিদ্যালয়ে ১৯০ জন ছাত্রছাত্রী রয়েছে। তাদের বেশির ভাগেরই বাড়ি সেতুর ওপারে। এদের ওপার থেকে আসতে অনেক সমস্যা হয়। প্রায়ই দুর্ঘটনা ঘটে।

কে এম খান মাধ্যমিক বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক জাহাঙ্গীর হোসেন বলেন, আমাদের বিদ্যালয়ে ৭০০ ছাত্রছাত্রী রয়েছে। যাদের মধ্যে অনেকেই সেতুর ওপারে নাচনমহল ইউনিয়নের বেশ কয়েকটি গ্রাম ও টেকেরহাট থেকে আসে। ফলে অনেক ছাত্রছাত্রীকে সেতু পার হয়ে স্কুলে আসতে হয়। স্কুল ছুটি হওয়ার পর আমরা সেতুর ঢালে দাঁড়িয়ে থেকে ছাত্রছাত্রীদের পার করে দেই।

এলাকাবাসীরা জানান, ইউনিয়ন পরিষদ ও স্থানীয়রা মিলে বাঁশ ও সুপারি গাছ দিয়ে যে ব্যবস্থা নিয়েছি তা কোনও কাজে আসছে না। বৃষ্টিতে এগুলো পচে যাচ্ছে। এ বিষয়ে আমরা স্থানীয় সরকার প্রকৌশল বিভাগকে (এলজিইডি) জানিয়েছি। স্থানীয় সংসদ সদস্য শিল্পমন্ত্রী আমির হোসেন আমুকে মৌখিকভাবে কয়েকবার জানানো হয়েছে। তিনি ব্যবস্থা নেওয়ার কথা বলেছেন। জনগুরুত্বপূর্ণ এ সেতুটি দ্রুত পুনর্নির্মাণের দাবি জানান এলাকাবাসী।

এলজিইডির নলছিটি উপজেলা প্রকৌশলী মো.আব্দুল্লাহ বাকী জনদুর্ভোগের কথা স্বীকার করে বলেন, পোনাবালিয়া-টেকেরহাট সংযোগ সেতুর বিষয়ে আমরা অবগত আছি। এ ব্যাপারে একটি প্রকল্প তৈরি করে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়েছে।

/জেবি/

আরও পড়তে পারেন : ঠাকুরগাঁও জেলা জামায়াতের আমির গ্রেফতার