এমপি লিটন হত্যা মামলা: গাড়িচালকসহ তিন জনের জবানবন্দি

 

নিহত এমপি লিটনগাইবান্ধা-১ (সুন্দরগঞ্জ) আসনের সরকারদলীয় এমপি মনজুরুল ইসলাম লিটন হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে গ্রেফতার সুন্দরগঞ্জের সাবেক এমপি কর্নেল (অব.) ডা. আব্দুল কাদের খানের গাড়িচালক আবদুল হান্নান, ভাতিজা শাহীন মিয়া ও কাজের ছেলে মেহদী আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। মঙ্গলবার রাত ৮টার দিকে গাইবান্ধবার  অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মইনুল হাসান ইউসুফের আদালতে তারা এই কারোক্তিমূলক জবানবন্দি দেন। সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিয়ার রহমান বাংলা ট্রিবিউনকে এ তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে মঙ্গলবার (২১ ফেব্রুয়ারি) ভোরে  এই তিনজনকে গ্রেফতার করা হয়।

ওসি আতিয়ার রহমান বলেন, ‘লিটন হত্যায় জড়িত সন্দেহে তাদের গ্রেফতার করা হয়। ১৬৪ ধারায় জবানবন্দি দেওয়ার জন্য সন্ধ্যায় তাদের আদালতে পাঠানো হয়। তারা অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। পরে তাদের কারাগারে পাঠানো হয়েছে।’

এদিকে, গাইবান্ধা পুলিশ সুপার আশরাফুল ইসলাম বাংলা ট্রিবিউনকে বলেন, ‘কাদের খানকে রাতেই গাইবান্ধায় আনা হয়েছে। তাকে পুলিশি হেফাজতে রাখা হবে। বুধবার (২২ ফেব্রুয়ারি) সকালে প্রেস ব্রিফিং করে বিস্তারিত জানানো হবে।’

উল্লেখ্য, গত ৩১ ডিসেম্বর সন্ধ্যায় সুন্দরগঞ্জের সর্বানন্দ ইউনিয়নের শাহবাজ মাস্টারপাড়ার নিজ বাড়িতে এমপি লিটন দুর্বৃত্তদের গুলিতে নিহত হন। চাঞ্চল্যকর এই হত্যাকাণ্ডের ৫২ দিন পর এই ঘটনায় জড়িত সন্দেহে ডা. আব্দুল কাদের খানকে আটক করা হলো।

এ ঘটনায় লিটনের বোন তাহমিদা বুলবুল বাদী হয়ে অজ্ঞাত ৪-৫ জনকে আসামি করে ১ জানুয়ারি সুন্দরগঞ্জ থানায় হত্যা মামলা দায়ের করেন। এ মামলায় এখন পর্যন্ত ডা. কাদের খানসহ ১১০ জনকে আটক করেছে পুলিশ। এরমধ্যে ২৪ জনকে ওই মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।

/টিআর/এমএনএইচ/