‘২০৩০ সালে বাংলাদেশে কেউ ক্ষুধা নিয়ে ঘুমাতে যাবে না’

comilla 2 minister pic
পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেছেন, ২০৩০ সালে এদেশে হতদরিদ্র মানুষ থাকবে না। কেউ ক্ষুধা নিয়ে ঘুমাতে যাবে না। ২০৪১ সালের মধ্যে বিশ্বের মানচিত্রে ওপরের দিক থেকে ২০তম স্থানে চলে যাবে দেশ। রবিবার কুমিল্লার নবগঠিত লালমাই উপজেলার বাগমারায় ২০ শয্যা বিশিষ্ট হাসপাতালের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

ফিতা কেটে হাসপাতালের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম ও পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। এ সময় প্রধান অতিথির বক্তব্যে স্বাস্থ্যমন্ত্রী বলেন, কানাডার আদালতে প্রমাণ হয়েছে বিএনপি একটি সন্ত্রাসী দল। বিএনপি জামায়াতের রাজনীতি হচ্ছে মানুষ পোড়ানোর রাজনীতি। তাদের প্রতীক ধানের শীষকে আর  মানুষ ভোট দেবে না। আমাদের প্রতীক হচ্ছে নৌকা। এই মার্কা হচ্ছে উন্নয়নের মার্কা, তাই আগামী নির্বাচনে আপনারা নৌকা মার্কায় ভোট দেবেন।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, ২০১৯ সালেই নির্বাচন হবে। শেখ হাসিনার অধীনেই নির্বাচন হবে- অন্য কোনও ভাবে নয়। বর্তমান নির্বাচন কমিশনের অধীনেই নির্বাচন হবে। খালেদা জিয়ার যদি সাহস থাকে পালাবেন না, খালি মাঠে খেলতে ভালো লাগে না। নির্বাচন কমিশন হয়ে গেছে, রেফারি নিযুক্ত হয়ে গেছে। জার্সি পরে আসেন, আপনার জার্সি ধানের শীষ আর আমার জার্সি নৌকা মার্কা।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কুমিল্লার সিভিল সার্জন ডা. মজিবুর রহমান। বক্তব্য রাখেন স্বাস্থ্য সচিব সিরাজুল ইসলাম, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক ডা. আবুল কালাম আজাদ, জেলা প্রশাসক মো. জাহাঙ্গীর আলম, পুলিশ সুপার মো. শাহ আবিদ হোসেন, সদর দক্ষিণ উপজেলা চেয়ারম্যান গোলাম সারওয়ার, ভাইস চেয়ারম্যান আবদুল হাই বাবলু, সদর দক্ষিণ উপজেলা আওয়ামী লীগ সভাপতি আবদুল মালেক প্রমুখ।

/এমপি/