মহেশখালীতে ‘বন্দুকযুদ্ধে’ ৪ পুলিশ সদস্য আহত, আটক ১ ডাকাত

বন্দুকযুদ্ধকক্সবাজারের মহেশখালীতে পুলিশ-ডাকাত ‘বন্দুকযুদ্ধে’ পুলিশের চার সদস্য আহত হয়েছেন। এ সময় ঘটনাস্থল থেকে ৯টি বন্দুক, ৩০ রাউন্ড তাজা গুলিসহ জুনু ডাকাতকে গ্রেফতার করা হয়েছে। সোমবার (২৭ ফেব্রুয়ারি) রাত ৮টার দিকে মহেশখালীর মাতারবাড়ি ইউনিয়নের চালিয়াতলী এলাকায় এ ঘটনা ঘটে।

এসব ঘটনা দাবি করে মহেশখালী থানা ওসি প্রদীপ কুমার দাশ বাংলা ট্রিবিউনকে বলেন, ‘চিহ্নিত ডাকাত জুনুর বিরুদ্ধে মহেশখালী থানায় বেশ কয়েকটি মামলা রয়েছে। তাকে গ্রেফতারে মাতারবাড়ির চালিয়াতলীতে অভিযান চালানো হয়।’

জানা গেছে, পুলিশের অবস্থান টের পেয়ে জুনু ডাকাতের দলের সদস্যরা গুলিবর্ষণ শুরু করে। এতে আত্মরক্ষার্থে পুলিশও পাল্টা গুলি চালায়। প্রায় আধঘণ্টা চলে গুলিবিনিময়। পরে ডাকাতদল পালিয়ে গেলেও ঘটনাস্থল থেকে চিহ্নিত ডাকাত জুনুকে গ্রেফতার করা হয়।

এদিকে ডাকাতদের গুলিবর্ষণে আহত পুলিশের চার সদস্যকে মহেশখালী স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়েছে।

/জেএইচ/