থানা থেকে আসামির পলায়ন, কনস্টেবল বরখাস্ত

বরিশাল

বরিশালে মোটরসাইকেল চোর সন্দেহে আটক আসামি পলায়নের ঘটনায় কোতোয়ালী থানার কনস্টেবল মো. শফিকুর রহমানকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। শুক্রবার (১০ মার্চ) বিকালে বরখাস্তের বিষয়টি নিশ্চিত করেছেন বরিশাল মেট্রোপলিটন পুলিশের কোতোয়ালী থানার সহকারী কমিশনার আসাদুজ্জামান।

কোতোয়ালী মডেল থানার এসআই আবু তাহের জানান, মোটরসাইকেল চোর সন্দেহে নারায়ণগঞ্জের বাসিন্দা সোহেল রানাসহ দুইজনকে আটক করা হয়। এর মধ্যে সোহেলকে থানা হাজতে সংকুলান না হওয়ায় অভ্যর্থনাকক্ষে রাখা হয়। বৃহস্পতিবার দিবাগত রাত ৩টার দিকে সুযোগ বুঝে সে পালিয়ে যায়। সকালে বিষয়টি টের পায় পুলিশ।

পুলিশের একাধিক সূত্র জানায়, রূপাতলী এলাকা থেকে রশিদ ও সোহেলকে আটক করা হয়। তারা নিজেদের মোটরসাইকেল চোর চক্রের সদস্য বলে পুলিশের কাছে স্বীকার করে। আদালতে একই স্বীকারোক্তি দেয় রশিদ। এরপরই সোহেলকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় এনে অভ্যর্থনাকক্ষে রাখা হয়।

সহকারী কমিশনার আসাদুজ্জামান জানান, দায়িত্ব অবহেলার কারণে শফিকুর রহমানকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। পলাতক সোহেলকে গ্রেফতারে চেষ্টা চলছে।

/এমএ/