চট্টগ্রাম থেকে সোয়াট ও বোম্ব ডিসপোজাল ইউনিট যাচ্ছে কুমিল্লায়

কুমিল্লার জঙ্গি আস্তানা ঘিরে রেখেছে পুলিশকুমিল্লার কোটবাড়ী এলাকার জঙ্গি আস্তানার উদ্দেশ্যে রওনা হয়েছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) সোয়াট টিম ও বোম্ব ডিসপোজাল ইউনিট। আজ বুধবার (২৯ মার্চ) সন্ধ্যায় এই দুই দল কুমিল্লার পথে রওনা হয়েছে বলে বাংলা ট্রিবিউনকে জানিয়েছেন চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি মো. শফিকুল ইসলাম।
সিএমপি সূত্রে জানা গেছে, সোয়াট ও বোম্ব ডিসপোজাল ইউনিটের ১৪ জন সদস্য রয়েছেন কুমিল্লার উদ্দেশ্যে রওনা দেওয়া টিমে।
চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি শফিকুল ইসলাম বলেন, ‘সিএমপির সোয়াট ও বোম্ব ডিসপোজাল ইউনিট কুমিল্লা গিয়ে কুমিল্লা জেলা পুলিশের সঙ্গে যোগ দেবে। সেখানে গিয়েই সমন্বিতভাবে কাজ করবে তারা।’
উল্লেখ্য, বুধবার (২৯ মার্চ) দুপুরের দিকে সদর দক্ষিণ থানার কোটবাড়ীর গন্ধমতি বড় কবরস্থান এলাকায় একটি বাড়ি ঘিরে ফেলে পুলিশ। জায়গাটি কুমিল্লা সিটি করপোরেশনভুক্ত ২৪ নম্বর ওয়ার্ডের আওতাধীন। নির্মাণাধীন তিনতলা ওই বাড়িটি ঘেরাও করে রেখেছে পুলিশ। আস্তানায় একজন জঙ্গি অবস্থান করছে বলে পুলিশ ধারণা করছে।

আরও পড়ুন-

ভোটের আগে কুমিল্লার জঙ্গি আস্তানায় কোনও অভিযান নয়: সিইসি

কুমিল্লার জঙ্গি আস্তানায় অভিযানে সোয়াতের জন্য অপেক্ষা

‘কুমিল্লার আস্তানায় বিস্ফোরক নিয়ে এক জঙ্গির অবস্থান’

/টিআর/