ইউপি নির্বাচন: তালতলীতে আ.লীগ প্রার্থীর বিরুদ্ধে বিএনপি প্রার্থীর নানা অভিযোগ

 

সংবাদ সম্মেলনে বরগুনা জেলা বিএনপির সহ-সভাপিত অ্যাডভোকেট আব্দুল মজিদবরগুনার তালতলীর উপজেলার ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী ও নেতা-কর্মীদের বিরুদ্ধে নানা অভিযোগ করেছেন বিএনপি সমর্থীত প্রার্থীরা। মঙ্গলবার দুপুরে বরগুনা প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলন তারা এসব অভিযোগ তোলেন।

সংবাদ সম্মেলনে বিএনপি প্রার্থীদের পক্ষে লিখিত বক্তব্য পাঠ করেন জেলা বিএনপির সহ-সভাপিত অ্যাডভোকেট আব্দুল মজিদ। তিনি বলেন, ‘প্রতীক বরাদ্দের পর থেকেই আওয়ামী লীগ সমর্থিত প্রাথীরা বিএনপির প্রার্থী ও নেতা-কর্মীদের মারধর ও ভয়ভীতি দেখাচ্ছে। এছাড়া তারা রাতের আধারে বিএনপি প্রার্থীদের ব্যানার ও পোস্টার ছিড়ে ফেলছে।’

তিনি আরও বলেন, ‘আওয়ামী লীগ নেতা ও উপজেলা পরিষদ চেয়ারম্যান মনিরুজ্জামন মিন্টু বিভিন্ন সামবেশে বলেন জনগণ ভোট না দিলেও নৌকার প্রার্থীরাই চেয়ারম্যান হবেন। এ বিষয়ে প্রশাসনের কাছে সহযোগিতা কামনা করেও কোন প্রতিকার মিলছে না।’

সংবাদ সম্মেলনে তালতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কমলেশ চন্দ্র হালদারকে প্রত্যাহারের দাবি জানিয়ে তালতলীতে নির্বাচনি পরিবেশ বজায় রাখতে সার্বক্ষণিক একজন নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগের দাবি জানান আব্দুল মজিদ।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন- তালতলীর বড়বগী ইউনিয়ন পরিষদের বিএনপি সমর্থিত চেয়ারম্যান প্রার্থী মো. শহিদুল হক, পচাকোড়ালিয়া ইউনিয়ন পরিষদের বিএনপি সমর্থিত চেয়ারম্যান প্রার্থী মো. নান্নু খান, কড়াইবাড়িয়া ইউনিয়ন পরিষদের বিএনপি সমর্থিত চেয়ারম্যান প্রার্থী মাওলানা মানসুর আলম, নিশানবাড়িয়া ইউনিয়ন পরিষদের বিএনপি সমর্থিত চেয়ারম্যান প্রার্থী মো. শাহ আলম মান্টার প্রমুখ।

/এসএনএইচ/