ব্রাহ্মণবাড়িয়ায় রেল স্টেশন অফিসে আগুন, পুড়েছে মূল্যবান নথি

ব্রাহ্মণবাড়িয়াব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার মেরাশানী রেল স্টেশনের অফিস কক্ষে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। সোমবার ভোররাতে এ দুর্ঘটনা ঘটে। আগুনে স্টেশনের অফিস কক্ষে থাকা মূল্যবান নথিপত্র পুড়ে গেছে বলে স্টেশন সূত্রে নিশ্চত হওয়া গেছে। প্রাথমিকভাবে দুর্বৃত্তদের দেওয়া আগুন থেকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছ বলে ধারণা করছে রেলওয়ে কর্তৃপক্ষ।

মেরাশানী রেলওয়ে স্টেশন মাস্টার নূরুল ইসলাম জানান, ‘আমি ছুটিতে গ্রামের বাড়িতে  ছিলাম। সকালে অগ্নিকাণ্ডের ঘটনা জানতে পেরে স্টেশনে এসেছি। ধারণা করা হচ্ছে এটা দুর্বৃত্তদের পরিকল্পিত হামলা। এ ঘটনার সঙ্গে রেলওয়ে সংশ্লিষ্টরা জড়িত থাকতে পারেন।’

তিনি আরও বলেন, ‘ হবিগঞ্জের ইটাখোলা ডলোব্রিজ এলাকায় অবৈধভাবে বালু উত্তোলনের কারণে ব্রিজটি ক্ষতিগ্রস্থ হয়েছিল। কে বা কারা কীভাবে রেলওয়ে ব্রিজ এলাকা খেকে বালু উত্তোলন করছিল এ সংক্রান্ত প্রতিবেদন দেওয়ার দায়িত্ব আমার ওপর ছিল। সেই অনুযায়ী আমি প্রতিবেদন তৈরি করি। এতে রেলওয়ের অনেকের নাম চলে আসে। ধারণা করা হচ্ছে, ওই প্রতিবেদনসহ মূল্যবান কাগজ পত্র পুড়িয়ে ফেলতে পরিকল্পিতভাবে এ আগুন দেওয়া হয়েছে।’

ব্রাহ্মণবাড়িয়া আখাউড়া সেকশনের রেলওয়ে সার্কেলের এএসপি পারভেজ রহমান আলম চৌধুরী বলেন, ‘ভোরে এ ঘটনার পর  আখাউড়া রেলওয়ে থানার অফিসারকে ঘটনাস্থলে পাঠানো হয়েছে। অফিস কক্ষে  তালা দেওয়া থাকার পরও কে বা কারা, কেন, কীভাবে  এ ঘটনা ঘটিয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে।’

/এসএনএইচ/