চাঁদাবাজি করতে গিয়ে কনস্টেবল আটক

আটক কনস্টেবল মনিরুজ্জামান

সিলেট শহরতলীর মালনিছড়ায় চাঁদাবাজি করার অভিযোগে রিজার্ভ পুলিশের (আরআরএফ) সাময়িক বরখাস্ত কনস্টেবল মনিরুজ্জামানকে পুলিশে দিয়েছে স্থানীয়রা। সোমবার (২৪ এপ্রিল) দুপুরে মনিরুজ্জামানকে পুলিশে দেওয়া হয়।সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (গণমাধ্যম) জেদান আল মুসা বাংলা ট্রিবিউনকে এ তথ্য নিশ্চিত করেছেন।

পুলিশ জানায়, মনিরুজ্জামান আরআরএফের ৬৬৫ নম্বর কনস্টেবল ছিলেন। ২০১৬ সালের ৩ এপ্রিল মাদক গ্রহণের দায়ে তাকে সাময়িক বরখাস্ত করা হয়। তার বাড়ি ঠাকুরগাঁও সদরের পূর্ব হাজিপাড়া গ্রামে।

সিলেট মহানগর পুলিশের উপ-পুলিশ কমিশনার জেদান আল মুসা (গণমাধ্যম) জানান, চাঁদা নিতে গেলে মালনিছড়ার রাবার শ্রমিকরা মনিরুজ্জামানকে আটক করে পুলিশে হস্তান্তর করে। সে আগেও একাধিকবার জেল খেটেছে।’

শ্রমিক নেতা সুজন বলেন, ‘গত কয়েক দিন আগে মনিরুজ্জামান আমাকে ফোনে জানান, থানায় আমার নামে অভিযোগ আছে। একপর্যায়ে তিনি চাঁদাও দাবি করেন। আজ (সোমবার) চাঁদা নিতে আসলে তাকে আটক করে পুলিশে দেই।’

তিনি আরও বলেন, নিজেকে সিআইডির কর্মকর্তা বলে দাবি করলেও মনিরুজ্জামান কোনও পরিচয়পত্র দেখাতে পারেননি।এতে শ্রমিকরা তাকে উত্তমমাধ্যম দেয়।’ এ ঘটনায় থানায় মামলা করার প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।

রাবার শ্রমিক শামীম আহমদ বলেন, ‘সিআইডির কর্মকর্তা বলে পরিচয় দিয়ে মামলার ভয় দেখিয়ে মনিরুজ্জামান প্রায়ই শ্রমিকদের কাছ থেকে চাঁদা নিয়ে যেতেন।’

/এমএ/টিএন/