রেলের জমি থেকে অবৈধ স্থাপনা উচ্ছেদ শুরু

রেলওয়ের জমি থেকে অবৈধ স্থাপনা ভেঙে দেয়া হয়

জামালপুরে রেলওয়ের জমি থেকে অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান শুরু হয়েছে। মঙ্গলবার (২৫ এপ্রিল) সকাল থেকে রেলওয়ের সহকারী এস্টেট অফিসার মোহাম্মদ অহিদুন্নবীর নেতৃত্বে এ অভিযান শুরু হয়। এর অংশ হিসেবে দুপুর পর্যন্ত স্থানীয় প্রশাসন ও পুলিশের সহযোগিতায় জেলা শহরের বিভিন্ন এলাকায় অর্ধশতাধিক কাঁচা-পাকা স্থাপনা ভেঙে দেয়া হয়।

রেলওয়ে কর্মকর্তারা জানান, জামালপুর রেল সেকশনের জামালপুর- দেওয়ানগঞ্জ ও জামালপুর -তারাকান্দি রুটে প্রভাবশালীরা জমি দখল করে অবৈধ ইমারত নির্মাণ করেছেন। এতে রেল চলাচল ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। প্রায়ই ঘটছে নানা দুর্ঘটনা। ট্রেন চলাচল নির্বিঘ্ন করতে উচ্ছেদ অভিযান শুরু হয়েছে। সব অবৈধ স্থাপনা উচ্ছেদ না করা পর্যন্ত অভিযান চলবে।

/এমএ/