আজ স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে আত্মসমর্পণ করবে দুই জলদস্যু বাহিনী

স্বরাষ্টমন্ত্রী মো. আসাদুজ্জামান খাঁন কামাল (ফাইল ছবি)

পটুয়াখালীতে বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ নিয়ে আনুষ্ঠানিকভাবে ‘আলিফ’ ও ‘কবিরাজ’ নামে দুই জলদস্যু বাহিনীর সদস্যরা আত্মসমর্পণ করতে যাচ্ছে। শনিবার (২৯ এপ্রিল) বেলা ১১টার দিকে তারা আত্মসমর্পণ করবে। এ উপলক্ষে শহরের শিল্পকলা একাডেমি মিলনায়তনে এক অনুষ্ঠান আয়োজন করেছে র‌্যাব-৮। এখানে প্রধান অতিথি হিসেবে স্বরাষ্টমন্ত্রী মো. আসাদুজ্জামান খাঁন কামাল ও বিশেষ অতিথি হিসেবে র‌্যাবের মহাপরিচালক মোঃ বেনজীর আহমেদ উপস্থিত থাকবেন।

র‌্যাব-৮ পটুয়াখালী ক্যাম্পের কোম্পানি কমান্ডার মো. রোকনুজ্জামান বলেন, ‘বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদসহ আলিফ ও কবিরাজ বাহিনীর সদস্যরা আত্মসমর্পণ করবে। তবে কতজন সদস্য আত্মসমর্পণ করবে তা এখনই বলা যাচ্ছে না।’

/এমএ/এসটি/