ফেনীতে পুলিশের ব্লক রেইড, আটক হয়নি কেউ

ফেনীজঙ্গি তৎপরতা রোধে ফেনীতে দিনব্যাপী ব্লক রেইড অভিযান চালিয়েছে পুলিশ। ফেনীর পুলিশ সুপার এস এম জাহাঙ্গীর আলম সরকারের নেতৃত্বে শনিবার (২৯ এপ্রিল) সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত পরিচালিত হয় এই অভিযান। তবে অভিযানে কাউকে আটক বা গ্রেফতার করা হয়নি। কোনও ধরনের বিস্ফোরক বা সন্দেহজনক কোনও দ্রব্যও উদ্ধার করা হয়নি বলে জানিয়েছেন পুলিশ সুপার।
বৃহস্পতিবার সকাল ৯টা থেকে ফেনী পৌর এলাকার ১৮টি ওয়ার্ডে শুরু হয় এই অভিযান। শহরের জামায়াত অধ্যুষিত পাঠানবাড়ী এলাকাসহ অপরাধপ্রবণ এলাকা রামপুর, মাস্টার পাড়া, সহদেবপুর, বিরিঞ্চি, বনানি পাড়ায় অভিযান চালানো হয়। এসময় পুলিশের পক্ষ থেকে মাইকিং করে আগামী তিন দিনের মধ্যে ভাড়াটিয়াদের তথ্য দিতে বাড়ির মালিকদের নির্দেশ দেওয়া হয়।
অভিযানে সন্দেহভাজন কয়েকটি বাড়িতে তল্লাশি করলেও পুলিশ তেমন কিছু পায়নি।
পুলিশ সুপার জাহাঙ্গীর আলম বাংলা ট্রিবিউনকে বলেন, ‘ভারতের সীমান্তবর্তী ফেনী জেলাটি ঢাকা-চট্টগ্রামের মধ্যবর্তী স্থানে অবস্থিত। অবস্থানগত কারণে গুরুত্বপূর্ণ জেলাটিতে যেন জঙ্গি তৎপরতা বৃদ্ধি না পায়, সে বিষয়ে সচেতন করার জন্য ফেনীকে বিভিন্ন এলাকায় ভাগ করে ‘ব্লক রেড’ অভিযান চালানো হয়েছে। অভিযানে কাউকে আটক করা হয়নি। কোনোকিছু উদ্ধারও করা হয়নি।’

আরও পড়ুন-

বেওয়ারিশ হিসেবেই শিবনগরের চার জঙ্গির লাশ দাফন

চার জঙ্গির ময়নাতদন্ত সম্পন্ন, আবুর লাশ হস্তান্তর

/টিআর/জেএইচ/