কারাভোগ শেষে দেশে ফিরলো ৬ শিশু-কিশোর

দেশে ফেরত আসা ৬ শিশু-কিশোর

ভারতে কারাভোগের পর বাংলাদেশি ৬ শিশু-কিশোরকে দিনাজপুরের হিলি ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে দেশে ফিরিয়ে আনা হয়েছে। রবিবার (৩০ এপ্রিল) সকাল ১০টায় হিলি সীমান্তের ২৮৫ নম্বর মেইন পিলারের ১১ নম্বর সাব-পিলার সংলগ্ন শূন্যরেখায় ভারতের হিলি অভিবাসন পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাজির হোসেন ৬ শিশু-কিশোরকে বাংলাদেশের হিলি অভিবাসন পুলিশের কাছে হস্তান্তর করেন।

দেশে ফিরে আসা শিশু-কিশোররা হলো- কুড়িগ্রামের ফুলবাড়ি উপজেলার চন্দ্রঘোনা গ্রামের হাছেন আলীর ছেলে রাজু ইসলাম (১১), একই এলাকার কুঠি চন্দ্রঘোনা গ্রামের জামাল রহমানের ছেলে জাহিদ হাসান (১৬), চন্দ্রঘোনা গ্রামের হোসেন আলীর ছেলে দুলাল আলী (১০), নাগেশ্বরি উপজেলার খামার হাসনাবাদ গ্রামের হোসেন আলীর ছেলে মুসা আলী (১৩), একই এলাকার বিন্নাবাড়ি গ্রামের মৃত নবিরউদ্দিনের ছেলে তসলিম আলী (১০) ও বান্দরবন জেলার আলিকদম থানার দক্ষিণ নয়াপাড়া গ্রামের আব্দুস শুকুরের ছেলে নুরুল ইসলাম (১৭)।

হিলি ইমিগ্রেশন চেকপোস্টের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.আফতাব হোসেন বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আইনি প্রক্রিয়া শেষে ভারতের হিলি অভিবাসন পুলিশ আজ (রবিবার)  ৬ শিশু-কিশোরকে আমাদের কাছে ফেরত দিয়েছেন। এদের প্রত্যেকের বয়স ১০ থেকে ১৭ বছরের মধ্যে। এরা প্রত্যেকেই ভারতের শিশু সংশোধনাগারে এক থেকে দুই বছর মেয়াদে আটক ছিল।’

শিশু-কিশোরদের বরাত দিয়ে পুলিশ জানায়, ভালো কাজের সন্ধানে তারা অবৈধভাবে কলকাতা হয়ে দিল্লি যাওয়ার পথে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) হাতে আটক হয়। পরে ভারতের শিশু সংশোধনাগারে আটকে পড়ে।  

৬ শিশু-কিশোরকে বাংলাদেশের হিলি অভিবাসন পুলিশের কাছে হস্তান্তর করার সময় ভারতের হিলি বিএসএফ ক্যাম্প কমান্ডার ইন্সপেক্টর নাজির চান্দ ও বিজিবি হিলি আইসিপি ক্যাম্প কমান্ডার সুবেদার মাহবুব আলমসহ উভয় বাহিনীর সৈনিকরা উপস্থিত ছিলেন।

/এমএ/