র‌্যাব সদস্য হত্যা মামলায় স্বামী-স্ত্রীর যাবজ্জীবন

আদালত

বরিশালে র‌্যাব সদস্য অমল চন্দ্র ঘরামীকে হত্যার দায়ে এক দম্পত্তিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে তাদের ১০ হাজার টাকা করে জরিমানা, আনাদায়ে আরও ২ মাস করে কারাদণ্ড দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (৪ মে) জেলার বিশেষ ট্রাইব্যুনালের (জননিরাপত্তা ও অপরাধ দমন ট্রাইব্যুনাল) বিচারক মো. রফিকুল ইসলাম ১৯ জনের স্বাক্ষ্য নিয়ে আসামিদের উপস্থিতিতে  এ আদেশ দেন। একই আদালতের বেঞ্চ সহকারী আজগর হোসেন বাংলা ট্রিবিউনকে এ তথ্য জানিয়েছেন।

দণ্ডিতরা হলেন- জেলার মেহেন্দিগঞ্জ উপজেলার রতনপুর গ্রামের বিমল ঘরামী ও তার স্ত্রী মনিকা ঘরামী।

মামলার নথির বরাত দিয়ে বেঞ্চ সহকারী আজগর হোসেন জানান, ২০১১ সালের এপ্রিল মাসের প্রথম সপ্তাহে র‌্যাব সদস্য অমল ঘরামী ছুটিতে বাড়িতে আসেন। ওই সময় পূর্ব বিরোধের জের ধরে ১১ এপ্রিল রাতে বাড়ি থেকে ডেকে নিয়ে অমলকে বিষ খাইয়ে হত্যা করেন বিমল ও মনিকা ঘরামী। এ ঘটনায় নিহত অমল চন্দ্রের স্ত্রী দিপালী দত্ত বাদী হয়ে ২৪ এপ্রিল হত্যা মামলা দায়ের করেন। সিআইডির পরিদর্শক মো. মাসুদুর রহমান তদন্ত করে ২০১৩ সালের ৫ সেপ্টেম্বর আদালতে অভিযোগপত্র দাখিল করেন।

/এমএ/