আহমদিয়া সম্প্রদায়ের ইমামের ওপর হামলায় অংশ নেয় ৩ জন

আহত মোস্তাফিজুর রহমানময়মনসিংহের ঈশ্বরগঞ্জের আহমদিয়া সম্প্রদায়ের ইমামের ওপর হামলায় তিনজন অংশ নিয়েছিল বলে জানিয়েছে পুলিশ। এরমধ্যে আব্দুল আহাদ নামে এক হামলাকারীর বাড়ি নেত্রকোনা জেলার কলমাকান্দার কইরাটি গ্রামে। ৮ মে সোমবার রাত ৯টার দিকে মোস্তাফিজুর রহমান (৩৫) নামের ওই ইমামকে কুপিয়ে আহত করে দুর্বৃত্তরা।

আহত মোস্তাফিজুর রহমান সরিষা ইউনিয়নের কানপুর গাংপাড়া গ্রামের আহমদিয়া মসজিদের ইমাম ছিলেন।

হামলার শিকার মোস্তাফিজুর রহমান এবং আব্দুল আহাদ নামের এক হামলাকারীকে চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। ওই হামলাকারী স্থানীয়দের হাতে গণধোলাইয়ে আহত হওয়ায় তাকেও হাসপাতালে নেওয়া হয়।

পুলিশ জানিয়েছে, তাদের দুজনকে উদ্ধার করে প্রথমে ঈশ্বরগঞ্জ সদর হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। পরে রাতেই তাদের ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালের ইমার্জেন্সি মেডিক্যাল অফিসার ডা. এসএম আজহারুল ইসলাম জানান, মোস্তাফিজুর রহমানের হাত ও পায়ের বিভিন্ন স্থানে দায়ের কোপের আঘাত আছে। ভর্তি হওয়া দুজনকেই চিকিৎসা দেওয়া হচ্ছে।

ময়মনসিংহের পুলিশ সুপার সৈয়দ নুরুল ইসলাম জানান, হামলাকারীরা কাদিয়ানি বিদ্বেষী সম্প্রদায়ের লোকজন। তবে কি কারণে হামলা করা হয়েছে তদন্ত শেষে এ বিষয়ে জানা যাবে।

এদিকে এ হামলার ঘটনায় স্থানীয় আহমদিয়া সম্প্রদায়ের লোকজনের মাঝে চাপা ক্ষোভ বিরাজ করছে।

আরও পড়তে পারেন: 

ঈশ্বরগঞ্জে আহমদিয়া সম্প্রদায়ের মসজিদের ইমামকে কুপিয়েছে দুর্বৃত্তরা

/এমপি/