নিখোঁজের একদিন পর কীর্তনখোলায় ছাত্রের লাশ

আতিকুর রহমান সজিব

নিখোঁজের একদিন পর কীর্তনখোলা নদী থেকে বরিশাল সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের ছাত্র আতিকুর রহমান সজিবের (১৯) লাশ উদ্ধার করেছে পুলিশ। রবিবার (১৪ মে) রাত সাড়ে ১০টার দিকে নগরীর দপদপিয়া এলাকার শহীদ আব্দুর রব সেরনিয়াবাত সেতুর কাছ থেকে লাশটি উদ্ধার করা হয়। বরিশাল মেট্রোপলিটন কোতয়ালী থানার উপ-পরিদর্শক (এসআই) আবু তাহের বাংলা ট্রিবিউনকে এ তথ্য নিশ্চিত করেছেন।

আতিকুর রহমান সজিব নগরীর ২নং ওয়ার্ডের কাউনিয়া বাশেরহাট এলাকার মো. জাহাঙ্গীর মৃধার ছেলে এবং বরিশাল সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের কম্পিউটার বিভাগের ৪র্থ সেমিস্টারের ছাত্র।

আতিকুর রহমান সজিবকে হত্যা করা হয়েছে বলে তার পরিবারের সদস্যরা দাবি করছেন। তাদের অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।

এসআই আবু তাহের বলেন, ‘স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করা হয়। লাশের শরীরে আঘাতের কোনও চিহ্ণ রয়েছে কিনা তা বোঝা যায়নি। ময়নাতদন্তের জন্য লাশটি শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।’

নিহতের বড়ভাই রবিউল ইসলাম সুজন বলেন, ‘শনিবার (১৩ মে) বেলা ১১টার দিকে আতিকুর রহমান সজিব কলেজের উদ্দেশ্যে বাসা থেকে বের হয়ে যায়। বেলা ৩টার দিকে তার সেলফোনের দুটি নম্বরে বার বার কল দেওয়া হলে সে তা রিসিভ করেনি। সর্বশেষ বিকাল ৪টার দিকে কল দিয়ে নম্বর দুটি বন্ধ পাওয়া যায়। পরে রাতেও সে বাসায় না ফেরায় থানায় সাধারণ ডায়েরি করা হয়।’

সুজন আরও বলেন, ‘রবিবার সন্ধ্যার দিকে শহীদ আব্দুর রব সেরনিয়াবাত সেতুর নিচে কীর্তনখোলা নদীতে আতিকুর রহমান সজিবের লাশ ভাসছে বলে জানতে পারি। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা লাশটি উদ্ধার করেন।’

/এমএ/