‘মূর্তি’ সরানোর দাবিতে ফের রাস্তায় নামার হুমকি হেফাজতের

হেফাজতে ইসলাম

আসন্ন রমজান মাসের আগে সুপ্রিম কোর্টের সামনে থেকে গ্রিক দেবীর ‘মূর্তি’ না সরালে ফের রাস্তায় নামার হুমকি দিয়েছে হেফাজতে ইসলাম। বৃহস্পতিবার (১৮ মার্চ) সন্ধ্যায় গণমাধ্যমে পাঠানো হেফাজতে ইসলামের মহাসচিব জুনাইদ বাবুনগরী ও কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা আজিজুল হক ইসলামাবাদীর সই করা এক বিবৃতিতে এ হুমকি দেওয়া হয়।

বিবৃতিতে হেফাজত নেতারা বলেন, ‘দেশের ওলামায়ে কেরামের কাছে হাইকোর্ট প্রাঙ্গণ থেকে গ্রিক দেবী থেমিসের মূর্তি সরানোর প্রতিশ্রুতি দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তাই আমরা আসন্ন রমজান মাসের আগেই সেটি অপসারণের জোর দাবি জানাই।প্রধান বিচারপতির কাছেও দাবি, আমাদের চাওয়াকে গুরুত্ব দিন। এই ইস্যুতে দেশে যেন বিশৃঙ্খলা সৃষ্টি না হয় তার জন্য মূর্তি অপসারণের পদক্ষেপ নিন। অন্যথায় আমরা আবারও রাস্তায় নামতে বাধ্য হবো।’

বিবৃতিতে আরও বলা হয়, ‘আগেও বলেছি, আমরা শিল্পকর্ম ও স্থাপত্যকলার বিরুদ্ধে নই; বরং মানুষের শিল্পবোধ ও মননশীলতার উন্নয়নে এগুলোর যথেষ্ট গুরুত্ব রয়েছে বলেই আমরা মনে করি।’

বিবৃতিতে বলা হয়, ‘তাওহিদ ও ঈমানের সঙ্গে সাংঘর্ষিক না হলে যে কোনও শিল্পকর্ম ও স্থাপত্যকলার ব্যাপারে ইসলামের আপত্তি নেই। পাশ্চাত্যের আধুনিকতাবাদ এবং ইউরোপীয় সভ্যতার আলোকে ইসলাম তার শিল্পবোধ, নান্দনিকতাবোধ ও কলাজ্ঞান পরিমাপ করে না। ইসলাম কেবল প্রাচীন মূর্তিকেন্দ্রিক পৌত্তলিক জাহেলিয়াতকে শিল্পের নামে উপস্থাপনের বিরোধী।’

বিবৃতিতে উল্লেখ, ‘গ্রিক মূর্তির সঙ্গে দেশের ইতিহাস-ঐতিহ্য ও মুক্তিযুদ্ধের চেতনার ন্যূনতম সম্পর্কও নেই। তাই এটির অপসারণ শতভাগ যৌক্তিক এবং এটি ধর্মপ্রাণ গণমানুষের ঈমানি দাবি।’

/এমএ/