চাঁপাইনবাবগঞ্জে শিবিরের ১৩ নেতাকর্মী গ্রেফতার

আদালতে নেওয়ার পথে গ্রেফতারকৃত শিবির নেতাকর্মীরা

চাঁপাইনবাবগঞ্জে ৮শ' গ্রাম গান পাউডার ও শতাধিক জিহাদি বইসহ শিবিরের ১৩ নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৮ মে) রাত সাড়ে আটটা থেকে শুক্রবার ভোর পর্যন্ত অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাবের রেজা আহম্মেদ বাংলা ট্রিবিউনকে এ তথ্য নিশ্চিত করেছেন।
গ্রেফতারকৃতরা হলো- শিবগঞ্জ উপজেলার মো. আল-আমিন, কবির হোসেন, আব্দুল আজিজ, মো. শফিকুল ইসলাম, মো. হারুর-অর-রশিদ, হেলাল উদ্দিন, ভোলাহাটের মো. আশরাফুল ইসলাম, আসাদুল্লাহ নিহাদ, গোমস্তাপুরের মো. খাদেমুল ইসলাম, আব্দুর রাকিব, আব্দুল মনতাকিন, নাজমুল হুদা ও সদর উপজেলার মো. নুরে আলম।
ওসি সাবের রেজা আহম্মেদ বলেন, 'গোপনে খবর পাই, শিবিরের নেতাকর্মীরা বৈঠক করছে। পরে পৌর এলাকার চাঁদলাই মহল্লার সাদেকুল ইসলামের বাড়িতে ও পারহাউস মোড়ের এক ছাত্রাবাসে অভিযানে চালাই। সেখান থেকে ৮শ’ গ্রাম গান পাউডার ও শতাধিক জিহাদি বইসহ তাদের গ্রেফতার করি।'
তিনি আরও জানান, গত সোমবার শিবিরের এই ১৩ নেতাকর্মী দেলোয়ার হোসেন সাঈদীর কারাদণ্ডাদেশের রায় বহালের প্রতিবাদে শহরে মিছিল করে। তাদের বিরুদ্ধে বিস্ফোরক আইনে দুই মামলা রয়েছে। ওই দুই মামলায় তাদের গ্রেফতার দেখিয়ে আদালতে হাজির করা হয়।
/এমএ/