সুনামগঞ্জ ক্ষতিগ্রস্ত জেলেদের জন্য ১৮ হজার ভিজিএফ কার্ড

সুনামগঞ্জসুনামগঞ্জের দরিদ্র জেলে পরিবারগুলোকে বিনামূল্যে খাদ্য ও অর্থ সহায়তা প্রদানের লক্ষ্যে নতুন করে ১৮ হাজার ভিজিএফ কার্ড এসেছে। জেলা প্রশাসক শেখ রফিকুল ইসলাম শুক্রবার (১৯ মে)  রাতে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান।
সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘দেড় লাখ ভিজিএফ কার্ড পাওয়ার পর আমরা আরও এক লাখ ভিজিএফ কার্ড বরাদ্দের জন্য দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ে চিঠি পাঠিয়েছিলাম। মন্ত্রণালয় থেকে ক্ষতিগ্রস্ত জেলে পরিবারের জন্য ১৮ হাজার ভিজিএফ কার্ড বরাদ্দ দেয়া হয়েছে। আমরা আশা করি ক্ষতিগ্রস্তদের জন্য আরও ভিজিএফ কার্ড আসবে।’

হাওর অঞ্চলে বন্যায় ক্ষতিগ্রস্ত ৩ লাখ ৩০ লাখ মানুষকে ত্রাণ দেওয়া দেওয়ার পাশপাশি আরও ৫০ হাজার জেলে পরিবারকে যুক্ত করে সরকার। এর অংশ হিসেবে জেলে পরিবারের সহায়তায় ভিজিএফ কার্ড দিচ্ছে দেওয়া হচ্ছে।

/এসএমএ/