খালেদার কার্যালয়ে তল্লাশির প্রতিবাদে চট্টগ্রামে বিক্ষোভ

খালেদার কার্যালয়ে তল্লাশির প্রতিবাদে চট্টগ্রাম বিএনপির বিক্ষোভ

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার গুলশান কার্যালয়ে পুলিশি তল্লাশির প্রতিবাদে নগরীতে বিক্ষোভ মিছিল করেছেন চট্টগ্রাম মহানগর বিএনপি ও দলটির বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। শনিবার (২০ মে) দুপুরে নগরীর জামালখানের প্রেসক্লাব চত্বর থেকে শুরু হওয়া মিছিলটি এসএস খালেদ রোড় হয়ে কাজির দেউরি গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মধ্য দিয়ে শেষ হয়।

নগর বিএনপির সাধারণ সম্পাদক আবুল হাশেম বক্করের পরিচালনায় সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন নগর বিএনপির সভাপতি ডা. শাহাদাত হোসেন।

ডা. শাহাদাত হোসেন বলেন, ‘বিএনপি যখন দেশের মানুষের ভোটাধিকার পুনরুদ্ধারের দাবিতে আন্দোলনে নামার প্রস্তুতি নিয়েছে তখন সরকার অগণতান্ত্রিক উপায়ে আমাদের নেত্রীকে নাজেহাল করছে। সরকার জোর করে ক্ষমতা দখল করেই ক্ষান্ত হয়নি; আমাদের নেতাকর্মীদের ওপর একের পর এক মামলা-হামলা-নির্যাতন চালিয়ে যাচ্ছে।’

ডা. শাহাদাত হোসেন সরকারকে এ ধরনের দুরভিসন্ধিমূলক আচরণ থেকে বিরত থাকার আহবান জানান। ভবিষ্যতে এ ধরনের কর্মকাণ্ডের পুনরাবৃত্তি ঘটলে বিএনপি নেতাকর্মীরা আন্দোলনের মাধ্যমে সরকারকে ক্ষমতাচ্যূত করবে বলেও তিনি হুঁশিয়ারি উচ্চারণ করেন।

বিক্ষোভ মিছিলে মহানগর বিএনপির সিনিয়র সহ-সভাপতি আবু সুফিয়ানসহ ওয়ার্ড ও থানা পর্যায়ের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

/এমএ/