পাহাড় ধস: বান্দরবানে নিখোঁজ মা-মেয়ের লাশ উদ্ধার

 

বান্দরবানে পাহাড় ধসবান্দরবানে পাহাড় ধসের ঘটনায় নিখোঁজ মা ও মেয়ের লাশ উদ্ধার করা হয়েছে। দুই দিন ধরে চেষ্টা করে পাহাড়ের মাটি সরিয়ে তাদের উদ্ধার করা হয়েছে। স্থানীয় সহায়তাকারী ও দমকলবাহিনীর সদস্য মিলে শতাধিক লোক উদ্ধারকাজে অংশ নিয়েছেন।  

স্থানীয়রা জানায়, মঙ্গলবার ভোর রাত ৩টার দিকে কালাঘাটার জেলে পাড়ায় পাহাড় ধসে কারুন্নাহার ও তার মেয়ে সুফিয়া মাটিচাপা পড়েন। বুধবার (১৪ জুন) দুপুরে মাটির নিচ থেকে তাদের লাশ উদ্ধার করা সম্ভব হয়।

এ বিষয়ে ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার তারিকুল ইসলাম বলেন, ‘আমরা দুইদিন উদ্ধার অভিযান চালিয়ে লাশ দুটি উদ্ধার করতে পরেছি। উদ্ধারের পরপরই লাশ দুটো হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।’বান্দরবানে পাহাড় ধস

উল্লেখ্য টানা বর্ষণে বান্দরবানের কালাঘাটা এলাকায় তিনটি স্থানে পাহাড় ধসে পড়ে। আজ উদ্ধার করা দু্জনের লাশসহ এতে নিহতের সংখ্যা ৯ জনে দাঁড়িয়েছে। পাহাড় ধসের ঘটনায় আহত হয়েছেন কমপক্ষে ১৫ জন। সোমবার রাত ৩টার দিকে প্রবল বর্ষণের সময় কালাঘাটা এলাকার কবরস্থানের পাশে, জেলেপাড়া ও লেমুঝিরি আগাপাড়া এলাকায় পাহাড় ধসে হতাহতের ঘটনা ঘটে।

/এফএস/ 

আরও পড়ুন- 


পাহাড় ধসে চার জেলায় মৃতের সংখ্যা বেড়ে ১৩৭

পরিবারের সঙ্গে ঈদ করা হলো না করপোরাল আজিজুলের

‘জীবনে এত বড় দুর্যোগ আর দেখিনি’