লালমনিরহাট সদর উপজেলা ছাত্রলীগের ত্রি-বার্ষিক সম্মেলন

এনামুল সভাপতি ও আওরঙ্গজেব সাধারণ সম্পাদক

Untitled-1

লালমনিরহাট সদর উপজেলা ছাত্রলীগের সভাপতি নির্বাচিত হয়েছেন এনামুল হক, সাধারণ সম্পাদক হয়েছেন লতিফুর রহমান। শনিবার বিকালে লালমনিরহাট শহরের রেলওয়ে স্টেশন রোডস্থ জেলা ছাত্রলীগ কার্যালয়ে লালমনিরহাট সদর উপজেলা ছাত্রলীগের ত্রি-বার্ষিক সম্মেলনে এই ঘোষণা দেওয়া হয়।

এ সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লালমনিরহাট-৩ (সদর) আসনের সাংসদ আবু সালেহ মো. সাঈদ দুলাল। সম্মেলনের উদ্বোধন করেন লালমনিরহাট জেলা ছাত্রলীগের সভাপতি শহিদুল ইসলাম।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আশরাফ হোসেন বাদল, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক গোলাম মোস্তফা স্বপন, জেলা আ আওয়ামী লীগের সহ-প্রচার সম্পাদক শাখাওয়াত হোসেন খান, পৌর আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক মোফাজ্জল হোসেন, সাধারণ সম্পাদক কাজী নজরুল ইসলাম তপন, জেলা আওয়ামী যুবলীগের সভাপতি মোড়ল হুমায়ুন কবির ও জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক জাবেদ হোসেন বক্কর। প্রথম অধিবেশনে সভাপতিত্ব করেন লালমনিরহাট সদর উপজেলা ছাত্রলীগের আহবায়ক শামীম আহম্মেদ।

সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে সভাপতিত্ব করেন জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক জাবেদ হোসেন বক্কর। বিকাল সাড়ে ৫টায় নতুন কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকের নাম ঘোষণা করা হয়। এতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় এনামুল হককে সভাপতি ও লতিফুর রহমান আওরঙ্গজেবকে সাধারণ সম্পাদক ঘোষণা করে পরবর্তী তিন বছরের জন্য লালমনিরহাট সদর উপজেলা ছাত্রলীগ পরিচালনার দায়িত্ব প্রদান করা হয়।

প্রধান অতিথি সাংসদ আবু সালেহ মোঃ সাঈদ দুলাল বলেন, ‘ছাত্রলীগকে পড়াশুনার মধ্যদিয়ে এগিয়ে যেতে হবে। দেশে সন্ত্রাস, জঙ্গিবাদ ও মাদকমুক্ত সমাজ বির্নিমাণে দায়িত্ব পালন করতে হবে। আগামী নির্বাচনে মুক্তিযুদ্ধের পক্ষের শক্তির বিজয় নিশ্চিত করতে প্রস্তুত হতে হবে।’

/এমএইচ