বেগুনের দাম বেশি চাওয়ায় দুই ব্যবসায়ীর দণ্ড

 

রাঙামাটিতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট সোহেল রানা। ছবি- প্রতিনিধিরাঙামাটি শহরের রিজার্ভ বাজার ও তবলছড়ি বাজারে বেগুনের দাম বেশি চাওয়ায় দুই ব্যবসায়ীকে অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। ফেনী জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও দুর্যোগকালীন বিশেষ দায়িত্বে রাঙামাটি জেলা প্রশাসনে ন্যস্ত সোহেল রানা এ দণ্ড দেন। মঙ্গলবার (২০ জুন) এ দণ্ড দেওয়া হয়।

সোহেল রানা বাংলা ট্রিবিউনকে বলেন, ‘সরকারি নির্ধারিত মূল্যের চেয়ে বেগুনের প্রতি কেজিতে ১০ টাকা বেশি চাওয়ায় তবলছড়ি বাজারের ব্যবসায়ী মো. ফারুক ও রিজার্ভ বাজারের ব্যবসায়ী আনোয়ার হোসেনকে এক হাজার টাকা করে দুইজনকে মোট দুই হাজার টাকা জরিমানা করা হয়েছে।’

সোহেল রানা বলেন, ‘বাজার অস্থিতিশীল করার সব ধরনের প্রচেষ্টা রুখে দেবে জেলা প্রশাসনের বাজার মনিটরিং টিম। কিছু অসাধু ব্যবসায়ী এখনও তৎপর। আমরাও সমানভাবে তৎপর। বাজার স্থিতিশীল আছে এবং এ ধারা অব্যাহত থাকবে।’

/এনআই/

আরও পড়ুন


গাজীপুরে দুই শতাধিক অবৈধ স্থাপনা ও দোকান উচ্ছেদ