পুলিশ পরিচয়ে তুলে নেওয়া যুবদলের সেই দুই নেতাকর্মী কারাগারে





সোনাগাজী যুবদলের আজিজুল হক দাউদ ও ওমর ফারুক মোহন। ছবি- প্রতিনিধি পুলিশ পরিচয়ে ফেনী জেলার সোনাগাজী যুবদলের দুই নেতা-কর্মীকে তুলে নেওয়ার ছয় দিন পর তাদেরকে বৃহস্পতিবার (২২ জুন) দুপুরে ফেনী কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। সিনিয়র সহকারী জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট খায়রুন্নেছার আদালত এ নির্দেশ দেন। বাংলা ট্রিবিউনকে ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাশেদ খান চৌধুরী এ তথ্য নিশ্চিত করেন।

ওসি বলেন, বৃহস্পতিবার দুপুরে তাদেরকে খায়রুন্নেছার আদালতে হাজির করে ফেনী মডেল থানা পুলিশ।
তিনি আরও বলেন, সোনাগাজী থানার এএসআই মনির হোসেন বৃহস্পতিবার (২২ জুন) ভোরে সদর উপজেলার ধলিয়া এলাকা থেকে যুবদলের আজিজুল হক দাউদ (৩০) ও ওমর ফারুক মোহনকে (৩৫) আটক দেখিয়ে ফেনী মডেল থানায় হস্তান্তর করেন।

‘ওমর ফারুক মোহন আরাফাত রহমান কোকো স্মৃতি পরিষদের ফেনী শহর শাখার সাংগঠনিক সম্পাদক। আর আজিজুল হক দাউদ মতিগঞ্জ ইউনিয়ন যুবদলের কর্মী।’

ওসি রাশেদ খান চৌধুরী বলেন, মোহন অস্ত্রধারী সন্ত্রাসী ও ডাকাতির সঙ্গে জড়িত। তার নামে ফেনী মডেল থানায় অস্ত্র ও ডাকাতি এবং রাহাজানির নিয়মিত ৮টি মামলা রয়েছে। দাউদের বিরুদ্ধে সোনাগাজী থানায় তিনটি মামলা রয়েছে।

বাংলা ট্রিবিউনে বুধবার (২১ জুন) ‘সোনাগাজীতে ২ যুবদল নেতাকর্মীকে পুলিশ পরিচয়ে তুলে নেওয়ার অভিযোগ’ শিরোনামে খবর প্রকাশ হয়।

যুবদল কর্মী মোহনের বোন মনোয়ারা বেগম বাংলা ট্রিবিউনকে বলেন, ‘শনিবার (১৭ জুন) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার মতিগঞ্জ ইউনিয়নের রামচন্দ্রপুর গ্রাম থেকে যুবদল কর্মী আজিজুল হক দাউদ ও মো. ওমর ফারুক মোহনকে সোনাগাজী থানা পুলিশ পরিচয় তুলে নিয়ে যাওয়া হয়। এসময় সোনাগাজী মডেল থানার এসআই হারুনুর রশিদ, এএসআই শাহজাহান, রেজাউল, মনির ও স্থানীয় গ্রাম পুলিশ মামুনসহ পুলিশ ফোর্স ছিল।’

স্বজনদের অভিযোগ দাউদ ও মোহনকে আটকের বিষয়ে সোনাগাজী থানার ওসি হুমায়ন কবির শুরু থেকেই লুকোচুরি করেন। থানা হাজত খানার সামনে মোহন ও দাউদের জুতা দেখিয়ে স্বজনরা তাদের ফিরিয়ে দেওয়ার আকুতি জানালেও ওসির মন গলেনি। তিনি বিষয়টি অস্বীকার করেন।

ওই দিন বাংলা ট্রিবিউনের পক্ষ থেকে সোনাগাজী মডেল থানার ওসি মো. হুমায়ুন কবিরকে একাধিকবার মুঠোফোনে যোগাযোগ করেও তার বক্তব্য পাওয়া যায়নি।

/এনআই/