রংপুরে সড়ক দুর্ঘটনায় তদন্ত কমিটি

সেতুমন্ত্রী ওবায়দুল কাদের (ফাইল ছবি)রংপুরে সড়ক দুর্ঘটনায় ১৭ জনের মৃত্যুর ঘটনা দুঃখপ্রকাশ করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। শনিবার (২৪ জুন) ভোরে সংঘটিত এই দুর্ঘটনায় একটি তদন্ত কমিটিও গঠন করা হয়েছে বলে জানান তিনি। শনিবার দুপুরে ঈদে ঘরমুখী মানুষের যাত্রা নির্বিঘ্ন করতে সাভারে ঢাকা-আরিচা মহাসড়ক পরিদর্শনকালে মন্ত্রী সাংবাদিকদের এসব কথা বলেন।
এসময় মন্ত্রী বলেন, ‘বেপোয়ারাভাবে গাড়ি চালানোর কারণেই রংপুরে এই দুর্ঘটনা ঘটেছে। এ ঘটনায় আমি গভীরভাবে শোকাহত। নিহতদের পরিবারগুলোর সহায়তার জন্য আমি স্থানীয় আওয়ামী লীগ নেতাকর্মীদের নির্দেশ দিয়েছি।’ এসময় জীবনের ঝুঁকি নিয়ে গাড়ির ছাদে ভ্রমণ না করার জন্য সবার প্রতি আহ্বান জানান তিনি।
দেশের বিভিন্ন এলাকা থেকে জঙ্গিদের গ্রেফতার করা হলেও জঙ্গি হামলার আশঙ্কা উড়িয়ে দেওয়া যায় না বলেও মন্তব্য করেছেন ওবায়দুল কাদের। তিনি বলেন, ‘হোলি আর্টিজান বা শোলাকিয়ার মাঠে হামলা হবে, এ আশঙ্কা আমরা কখনও করিনি। তারপরও জঙ্গিরা হামলা করেছে। তাই এ বিষয়ে নিশ্চিত করে কিছু বলা যায় না।’
ঢাকা-আরিচা মহাসড়ক পরিদর্শনকালে মন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন ঢাকা-১৯ আসনের সরকারদলীয় সংসদ সদস্য ডা. এনামুর রহমান ও আওয়ামী লীগের নেতাকর্মীরা।

আরও পড়ুন-

ঈদযাত্রায় রংপুরে ট্রাক উল্টে ১৭ পোশাক শ্রমিক নিহত

ড্রাইভার ছিল ঘুমে, হেলপারের হাতেই রংপুরের ট্রাক দুর্ঘটনা

/টিআর/