ব্রাহ্মণবাড়িয়ায় ঝুলন্ত ডাস্টবিন স্থাপনের কাজ শুরু

ঝুলন্ত ডাস্টবিন স্থাপন কার্যক্রমের উদ্বোধন করেন জেলা প্রশাসকব্রাহ্মণবাড়িয়া শহরকে ময়লা ও আবর্জনা মুক্ত করার লক্ষ্যে জেলা প্রশাসনের উদ্যোগে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে ৫০টি ঝুলন্ত ডাস্টবিন স্থাপনের কার্যক্রম শুরু হয়েছে। শনিবার (২৪ জুন) দুপুরে ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাব এবং সদর হাসপাতালের সামনে একটি করে ডাস্টবিন বসানোর মধ্যদিয়ে এই কার্যক্রমের উদ্বোধন করেন জেলা প্রশাসক রেজওয়ানুর রহমান। এসময় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. বশিরুল হক ভূঞা, ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার মেয়র নায়ার কবির, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক দীপক চৌধুরী বাপ্পিসহ প্রশাসনের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

ডাস্টবিন বসানোর কার্যক্রমের উদ্বোধন শেষে জেলা প্রশাসক রেজওয়ানুর রহমান বলেন, ‘ব্রাহ্মণবাড়িয়াকে পরিষ্কার-পরিচ্ছন্ন শহর করার লক্ষ্যে আজকে এই ডাস্টবিন স্থাপনের কাজ শুরু হয়েছে। পর্যায়ক্রমে পুরোশহরের ৫০টি স্থানে ডাস্টবিন স্থাপন করা হবে। এতে করে শহর পরিষ্কার  থাকবে।’

জেলা প্রশাসনের এ উদ্যোগকে স্বাগত জানান, ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার মেয়র নায়ার কবীর। তিনি বলেন, ‘জেলা প্রশাসনের এই উদ্যোগ পৌরসভার রাস্তাঘাট পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখার ক্ষেত্রে সহায়ক ভূমিকা পালন করবে।’

/এপিএইচ/