ভোলায় রথযাত্রা উৎসব শুরু

ভোলায় রথযাত্রা উৎসব উপলক্ষে বের হওয়া শোভাযাত্রা (ছবি-ভোলা প্রতিনিধি)

ভোলায় শ্রী শ্রী জগন্নাথ দেবের নয় দিনব্যাপী রথযাত্রা উৎসব শুরু হয়েছে। রবিবার (২৫ জুন) সকালে শহরের কেন্দ্রীয় মন্দির মদন মোহন ঠাকুর জিউর মন্দির থেকে রথ নিয়ে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করার মধ্য দিয়ে এ উৎসব শুরু হয়। ওই শোভাযাত্রা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এসময় শত শত সনাতন ধর্মাবলম্বী শোভাযাত্রায় অংশ নেন।

শহর ছাড়াও ভোলার বোরহানউদ্দিন, তজুমদ্দিন, মনপুরা, লালমোহন, দৌলতখান ও চরফ্যাশন উপজেলায় একযোগে এ উৎসব অনুষ্ঠিত হয়েছে বলে জানা গেছে।

প্রতি বছর চন্দ্র আষাঢ়ের শুক্লা পক্ষের দ্বিতীয়া তিথিতে শ্রী শ্রী যশোমাধবের রথযাত্রা উৎসব শুরু হয়। এর ৯ দিনের মাথায় হয় উল্টো রথযাত্রা। বর্ষা ঋতুর আগমনের শুরুতেই এ উৎসব পালন করা হয়।

/এমএ/