রাঙামাটিতে পাহাড় ধসে ক্ষতিগ্রস্তদের মধ্যে ঈদ বস্ত্র বিতরণ

রাঙামাটিতে পাহাড় ধসে ক্ষতিগ্রস্তদের মধ্যে ঈদ বস্ত্র বিতরণ (ছবি- রাঙামাটি প্রতিনিধি)

রাঙামাটি জেলা প্রশাসনের উদ্যোগে পাহাড় ধসে ক্ষতিগ্রস্ত তিন হাজার মানুষের মধ্যে ঈদ বস্ত্র বিতরণ করা হয়েছে। রবিবার (২৫ জুন) বিকাল সাড়ে ৫টার দিকে ১৯টি আশ্রয়কেন্দ্রে গিয়ে ঈদ বস্ত্র বিতরণ করা হয়।

এ ব্যাপারে জেলা প্রশাসক মো. মানজারুল মান্নান বলেন, ‘সবাই যাতে ঈদ উদযাপন করতে পারে, সেজন্য সব রকমের প্রস্তুতি নেওয়া হয়েছে। আশা করি, সবাই আনন্দের সঙ্গে ঈদ উদযাপন করবে। ঈদ বস্ত্র ছাড়া আশ্রয়কেন্দ্রের সবার জন্য ভালো মানের খাবারেরও ব্যবস্থা করা হয়েছে।’

ঈদ বস্ত্র বিতরণের সময় আরও উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের সাবেক প্রতিমন্ত্রী দীপংকর তালুকদারসহ অনেকে।

/এমএ/