রাজনীতিতে সংযমের অভাব: ওবায়দুল কাদের

নোয়াখালীর কবিরহাটে ওবায়দুল কাদের (ছবি-নোয়াখালী প্রতিনিধি)

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘রাজনীতিতে সংযমের অভাব। কিন্তু দেশের স্থিতিশীলতা, শান্তি ও গণতন্ত্রের স্বার্থে সংযমী হওয়াটা জরুরি।’

সোমবার (২৬ জুন) নোয়াখালীতে নিজের নির্বাচনী এলাকা কবিরহাটে ঈদুল ফিতরের নামাজ আদায় শেষে উপস্থিত সাংবাদিকদের তিনি একথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, ‘রাজনীতিতে মতাদর্শ নিয়ে ভিন্নতা থাকবে, এটাই স্বাভাবিক। একেক রাজনীবিদের চিন্তা-ভাবনা একেক রকম হবেই। কিন্তু সবাই ইতিবাচক মন নিয়ে রাজনীতি করবে, রাজনীতিতে ইতিবাচক ধারা ফিরিয়ে আনতে কাজ করবে, এটাই আজকের দিনের শপথ হওয়া উচিত।’

নামায শেষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে নোয়াখালীবাসীতে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানান সেতুমন্ত্রী। এসময় আরও উপস্থিত ছিলেন- জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও নোয়াখালী-৪ আসনের সাংসদ একরামুল করিম চৌধুরী, পৌর মেয়র জহিরুল হক রায়হান, বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান ও স্থানীয় আওয়ামী লীগ নেতারা।

/এমএ/