সারাদেশে ঈদ জামাত অনুষ্ঠিত





গোপালগঞ্জে ঈদ জামাত শেষে কোলাকুলি। ছবি- প্রতিনিধিসারাদেশে উদযাপিত হচ্ছে মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব ঈদুল ফিতর। সোমবার রাজধানীতে জাতীয় ঈদগাহ ময়দানে বিভিন্ন শ্রেণি ও পেশার মানুষের অংশ গ্রহণে অনুষ্ঠিত হয়েছে ঈদের প্রধান জামাত। ঢাকার বাইরের জেলাগুলোতেও ঈদ জামাত অনুষ্ঠিত হয়েছে। ঈদ জামাতগুলোতে দেশের শান্তি ও সমৃদ্ধি কামনায় মোনাজাত করা হয়।



যশোর প্রতিনিধি জানান, যশোরে রবিবার (২৫ জুন) রাতে বৃষ্টি হওয়ায় পুনরায় বৃষ্টির আশঙ্কায় অধিকাংশ স্থানে মসজিদে আয়োজন করা হয় ঈদের জামাত। আর রাতের বৃষ্টিতে মাঠ ভেজা থাকায় যশোর শহরের প্রধান ঈদের জামাত কেন্দ্রীয় ঈদগাহের পরিবর্তে পাশের সড়কের ওপর সকাল সাড়ে ৮টায় অনুষ্ঠিত হয়েছে।

প্রধান জামাতে যশোর-৩ (সদর) আসনের সংসদ সদস্য কাজী নাবিল আহমেদ, জেলা পরিষদ প্রশাসক সাইফুজ্জামান পিকুল, জেলা প্রশাসক আশরাফ উদ্দিনসহ শহরের গণ্যমান্য ব্যক্তিবর্গ অংশ নেন।

যশোরে প্রধান ঈদ জামাতে নামাজ পড়েন যশোর-৩ (সদর) আসনের সংসদ সদস্য কাজী নাবিল আহমেদ। ছবি- প্রতিনিধিখুলনা প্রতিনিধি জানান, খুলনায় বৃষ্টিতে মাঠ ভেজার কারণে সার্কিট হাউজ ময়দানের পরিবর্তে প্রধান জামাত টাউন জামে মসজিদে সকাল ৮টায় অনুষ্ঠিত হয়। একই স্থানে সকাল ৯টা ও ১০টায় আরও দুটি জামাত হয়।
টাউন জামে মসজিদে ঈদের প্রধান জমাতে ইমামতি করেন মসজিদের পেশ ইমাম মো. সালেহ আহমেদ। এখানের জামাতে উপস্থিত ছিলেন খুলনা সিটি মেয়র মো. মনিরুজ্জামান, খুলনা বিভাগীয় কমিশনার আব্দুস সামাদ, খুলনা জেলা পরিষদ চেয়ারম্যান শেখ হারুনুর রশিদসহ খুলনার বিভিন্ন রাজনৈতিক দলের নেতা ও বিশিষ্টজনরা। এছাড়া খুলনা সিটি করপোরেশনের ৩১টি ওয়ার্ডে ওয়ার্ড কাউন্সিলরদের তত্ত্বাবধানে ২১৯টি স্থানে পৃথকভাবে ঈদ জামাত অনুষ্ঠিত হয়।

খুলনা বিশ্বদ্যিালয়ে পবিত্র ঈদ-উল ফিতর’র জামাত সকাল ৮টায় বিশ্ববিদ্যালয় নির্মিতব্য নতুন জামে মসজিদে অনুষ্ঠিত হয়। খুলনা বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার খান আতিয়ার রহমান, ডিন, রেজিস্ট্রার, ডিসিপ্লিন প্রধান, বিভাগীয় প্রধান, হলের প্রভোস্ট, শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী, ছাত্ররা এবং আশপাশের এলাকাবাসী ঈদের নামাজ আদায় করেন বিশ্ববিদ্যালয় মসজিদের সিনিয়র পেশ ইমাম হাফেজ মাওলানা আব্দুল কুদ্দুস ঈদের নামাজে ইমামতি করেন।
খুলনা সিটি করপোরেশন পরিচালিত বায়তুন নূর জামে মসজিদ কমপ্লেক্স-এ ৯টা এবং সকাল ১০টায় পবিত্র ঈদ-উল-ফিতরের দু’টি জামাত, খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (কুয়েট) জামে মসজিদে সকাল সাড়ে ৮টায় ঈদ জামাত অনুষ্ঠিত হয়।

বাগেরহাট প্রতিনিধি জানান, বাগেরহাটে সোমবার সকাল সাড়ে ৭টায় ঈদের প্রধান জামাত বিশ্ব ঐতিহ্য (ওয়ার্ল্ড হ্যারিটেজ) ঐতিহাসিক ষাটগম্বুজ মসজিদে অনুষ্ঠিত হয়েছে। ষাটগম্বুজ মসজিদে সকাল সোয়া আটটা ও নয়টায় ঈদের আরও দুইটি জামাত অনুষ্ঠিত হয়। জেলার বাইরে থেকেও কয়েক হাজার মুসল্লি এখানে ঈদের নামাজ আদায় করতে আসেন।
মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও বাগেরহাট-২ আসনের সংসদ সদস্য মীর শওকাত আলী বাদশা, বাগেরহাট সদর উপজেলা নির্বাহী নুরুল হাফিজসহ প্রশাসনের কর্মকর্তারা ষাটগম্বুজ মসজিদে ঈদের নামাজ আদায় করেন।
এছাড়া ঐতিহাসিক হযরত খানজাহান (রহ.) মাজার মসজিদ, আলিয়া মাদ্রাসা, নাগেরবাজার খানজাহানীয়া বায়তুল ফালাহ জামে মসজিদ, শহরের পুরাতন কোর্ট মসজিদ পবিত্র ঈদুল ফিতরের জামাত অনুষ্ঠিত হয়।

কক্সবাজার প্রতিনিধি জানান, সকাল সাড়ে আটটায় কক্সবাজার কেন্দ্রীয় ঈদগাহ মাঠে অনুষ্ঠিত জেলার প্রধান জামাতে ইমামতি করেন কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মাওলানা মুফতি মাহামুদুল হক। সংসদ সদস্য সাইমুম সরওয়ার কমল, জেলা প্রশাসক মো. আলী হোসেন এবং হাজারো ধর্মপ্রাণ মুসলমান নামাজে অংশ নেন।


কুড়িগ্রামে ঈদ জামাতের নিরাপত্তায় র‌্যাবের কড়া পাহারা। ছবি- প্রতিনিধিকুড়িগ্রাম প্রতিনিধি জানান, কড়া নিরাপত্তার মধ্যদিয়ে উৎসবমুখর পরিবেশে কুড়িগ্রামে ঈদুল ফিতরের জামাত অনুষ্ঠিত হয়েছে। সকাল ৯টায় কালেক্টরেট ঈদগাহ মাঠে ঈদুল ফিতরের প্রধান জামাত অনুষ্ঠিত হয়। এর আগে সকাল সাড়ে ৮টায় কেন্দ্রীয় ঈদগাহ মাঠে ঈদের জামাত অনুষ্ঠিত হয়।
কুড়িগ্রামে ঈদের প্রধান জামাতে জেলা প্রশাসক আবু ছালেহ মোহাম্মদ ফেরদৌস খান, পুলিশ সুপার মেহেদুল করিম ও কুড়িগ্রাম পৌর মেয়র আব্দুল জলিলসহ বিশিষ্ট ব্যাক্তিরা অংশ নেন।
বান্দরবানে প্রধান ঈদ জামাত। ছবি- প্রতিনিধিবান্দরবান প্রতিনিধি জানান, বান্দরবানে কড়া রোদে দাঁড়িয়ে পবিত্র ঈদুল ফিতরের নামাজ আদায় করেছে শতশত মুসল্লি।
সকাল সাড়ে ৮টায় বান্দরবান কেন্দ্রীয় ঈদগাহ মাঠে ঈদের প্রথম জামাত অনুষ্ঠিত হয়। এসময় মাথার উপর কোন ছায়া বেষ্টনী না থাকায় খোলা মাঠেই রোদে দাঁড়িয়ে কয়েকশত মুসল্লি একইসাথে ঈদের জামাতে নামাজ আদায় করেন।

এসময় নামাজ পরিচালনা করেন কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মাওলানা আলাউদ্দিন ইমামী।
পবিত্র রমজান মাস শেষে ঈদের আনন্দে মিলিত হতে পেরে খুশি ধর্মপ্রাণ মুসলিম সম্প্রদায়ের বাসিন্দারা। তবে এভাবে কড়া রোদে নামাজ আদায় করায় অনেকের মাঝে ক্ষোভের সৃষ্টি হয়েছে।
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি জানান, সকাল ৮টায় ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয় শহরের কাজী পাড়াস্থ কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে। এতে ঈদের নামাজ আদায় করেন ব্রাহ্মণবাড়িয়া সদর- ৩ আসনের সংসদ সদস্য ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় সর্ম্পকিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি র আ ম উবায়দুল মোকতাদির চৌধুর, সাবেক ত্রাণ প্রতিমন্ত্রী ও জেলা বিএনপির সাবেক সভাপতি হারুন আল রশিদ, ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসক রেজওয়ানুর রহমানসহ বিভিন্ন শ্রেণি-পেশার সাধারণ মানু্ষ।
এদিকে সকাল ৯টায় ঈদের দ্বিতীয় জামাত অনুষ্ঠিত হয় শহরের টেংকের পাড় জামে মসজিদ ময়দানে। এছাড়া শেরপুর ঈদগাহ ময়দান,ভাদুঘর শাহী ঈদগাহ ময়দান, পুলিশ লাইন্স ঈদগাহ ময়দান, গোকর্ণ লঞ্চঘাট ঈদগাহ ময়দানে ঈদের জামাত অনুষ্ঠিত হয়।

বরিশাল প্রতিনিধি জানান, সোমবার সকাল সাড়ে আটটায় বরিশাল কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে ঈদুল ফিতরের প্রধান জামাত অনুষ্ঠিত হয়। এখানে ঈদের নামাজ আদায় করেন বরিশাল সিটি মেয়র আহসান হাবীব কামাল, বিভাগীয় কমিশনার মো. শহিদুজ্জামান, জেলা প্রশাসক ড. গাজী মো. সাইফুজ্জামান, মহানগর আওয়ামী লীগ সভাপতি গোলাম আব্বাস চৌধুরী দুলাল, সাধারণ সম্পাদক এ কে এম জাহাঙ্গির, যুগ্ম সাধারণ সম্পাদক যুব রত্ম সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ, মহানগর সহসভাপতি ও সদর উপজেলা চেয়ারম্যান সাইদুর রহমান রিন্টু। এছাড়া নগরীর বায়তুল মোকাররম জামে মসজিদ, জামে কশাই মসজিদ, জামে এবায়েদুল্লাহ মসজিদে দুইটি করে ঈদের নামাজ অনুষ্ঠিত হয়েছে।
তবে সবচেয়ে বড় ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে শহরতলী চরমোনাই পীর দরবার শরীফে। এখানে বিশ হাজারের মত মানুষ নামাজ আদায় করেন।
ভোলা প্রতিনিধি জানান, ভোলায় ঈদের প্রধান জামাত সকাল সাড়ে ৮টায় শহরের যোগীরঘোলস্থ কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে অনুষ্ঠিত হয়েছে ।
ভোলা সদর আসনের সংসদ সদস্য ও বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ তার নিজ প্রতিষ্ঠিত ভোলার উপশহর বাংলাবাজারে ফাতেমা খানম মসজিদে ঈদের নামাজ আদায় করেন।

গোপালগঞ্জ প্রতিনিধি জানান, পৌর ঈদগাহ ময়দানে সকাল সাড়ে ৮টায় প্রধান ঈদ জামাত অনুষ্ঠিত হয়েছে। ঈদের নামাজের ইমমতি করেন কেন্দ্রীয় কোর্ট মসজিদের ইমাম মাওলানা হাফিজুর রহমান।
সকালে বৃষ্টি উপক্ষো করে পৌর ঈদগাহ ময়দানে কয়েক হাজার মুসল্লি ঈদের নামাজ আদায় করতে জড়ো হন। তাদের সঙ্গে ঈদের নামাজ আদায় করেন জেলা প্রশাসক মোহাম্মদ মোখলেসুর রহমান সরকার ও পৌর মেয়র কাজি লিয়াকত আলি লেকু।
সাতক্ষীরা প্রতিনিধি জানান, জেলা শহরের প্রধান ঈদ জামাত সোমবার সকাল ৮টায় মুনজিতপুর কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে অনুষ্ঠিত হয়েছে। উপস্থিত ছিলেন জেলা প্রশাসক আবুল কাশেম মো. মহিউদ্দিন, কাজী মুহম্মদ অলিউল্লাহ, প্রফেসর খায়রুল ইসলাম, জেলা ক্রীড়া সংস্থার সাবেক সাধারণ সম্পাদক শেখ নিজাম উদ্দীন, কেন্দ্রীয় ঈদগাহ কমিটির সাধারণ সম্পাদক নাজমুল হক বকুল, সাতক্ষীরা আহ্ছানিয়া মিশনের সাধারণ সম্পাদক শেখ আজিজুল হক, অধ্যাপক নূর মোহাম্মাদ পাড়, সংগীত শিল্পী আবু আফফান রোজ বাবু, জাতীয় দলে খেলা পেসার রবিউল ইসলাম শিবলুসহ প্রশাসনের পদস্থ কর্মকর্তা, রাজনীতিবিদ, সংস্কৃতিককর্মী, ব্যবসায়ী, শিক্ষক সাংবাদিকসহ সর্বস্তরের মানুষ।
এদিকে জাতীয় ক্রিটেক টিমের অন্যতম পেসার মুস্তাফিজুর রহমান তার নিজ পরিবারের সঙ্গে কালিগঞ্জের তারালি ইউনিয়নের তেতুলিয়া গ্রামে ঈদের নামাজ আদায় করেন।

/এনআই/