‘মানুষ কিভাবে দানব হয়?’





নৌপরিবহন মন্ত্রী শাজাহান খান। ছবি- প্রতিনিধিনৌপরিবহন মন্ত্রী শাজাহান খানকে বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আ.ফ.ম বাহাউদ্দিন নাছিম ‘দানব’ বলায় নাছিমের সমলোচনা করেছেন নৌমন্ত্রী। তিনি বলেন, ‘একজন রাজনীতিবিদের মুখে এমন ভাষা শোভা পায় না। মানুষ কিভাবে দানব হয়? তা জানা নেই।’ এসময় মন্ত্রীর চোখ পানিতে ভিজে ওঠে। ছলছল চোখে আবেগজড়িত কণ্ঠে বক্তব্য শেষ করেন নৌপরিবহন মন্ত্রী শাজাহান খান।
রবিবার (১৬ জুলাই) সকালে মাদারীপুর সরকারি নাজিমউদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজে ফুলের বাগান ও আইসিটি ল্যাব উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে নৌমন্ত্রী এসব কথা বলেন।
গত বৃহস্পতিবার আওয়ামী লীগের কেন্দ্রীয় সম্পাদক মণ্ডলীর বৈঠকে মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য আ.ফ.ম বাহাউদ্দিন নাছিম নৌমন্ত্রী শাজাহান খানকে দানব বলেছিলেন বলে তার অভিযোগ।
শাজাহান খান তার বক্তব্যে আরও বলেন, ‘যখন কেউ মাঠে থাকে না, তখন শাজাহান খান মাঠে থাকে।’ বিএনপি-জামায়াতের জ্বালাও-পোড়াও আন্দোলন তিনিই প্রতিহত করেছেন বলেও দাবি করেন নৌমন্ত্রী।
শাজাহান খান বলেন, ‘ তরুণ-তরুণীদের ভুল বুঝিয়ে বিভ্রান্ত করে আইএস বানাচ্ছে জামায়াতে ইসলামী। তাদের বলা হয়, আত্মঘাতী বোমায় নিহত হলে জান্নাতে যাবে। আমি বলছি—এমন কথা কোরআন হাদিসের কোথায়ও উল্লেখ নেই।’
অনুষ্ঠানে এসময় উপস্থিত ছিলেন মাদারীপুরের জেলা প্রশাসক ওয়াহিদুল ইসলাম, সরকারি নাজিমউদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজের অধ্যক্ষ মোহাম্মদ নূরুল হক, পুলিশ সুপার মোহাম্মদ সরোয়ার হোসেন, সদর উপজেলা চেয়ারম্যান পাভেলুর রহমান শফিক খান এবং বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আ.ফ.ম বাহাউদ্দিন নাছিমের ছোট ভাই মাদারীপুর পৌর মেয়র খালিদ হোসেন ইয়াদ।
/এনআই/