মাছের সঙ্গে শত্রুতা





কুষ্টিয়ার মিরপুরের চিথলিয়া ইউনিয়নের মজলিশপুর গ্রামে বিষ দিয়ে মাছ নিধন। ছবি-প্রতিনিধিকুষ্টিয়ার মিরপুরে পুকুরের পানিতে বিষ মিশিয়ে বিভিন্ন প্রজাতির প্রায় ২০ মণ মাছ মেরে ফেলেছে দুর্বৃত্তরা। যার অনুমানিক মূল্য প্রায় ১ লাখ টাকা। বৃহস্পতিবার (২০ জুলাই) ভোরে উপজেলার চিথলিয়া ইউনিয়নের মজলিশপুর গ্রামে এ ঘটনা ঘটে। পুকুরের মালিক আমিরুল ইসলাম এ তথ্য জানান।

আমিরুল ইসলাম বলেন, ‘বৃহস্পতিবার দুপুরে পুকুরে এসে দেখি কিছু মাছ মরে ভেসে আছে। এরপর ওই মাছ উঠাতে গেলে পুকুরের তলায় আরও মরা মাছের সন্ধান মেলে।’ তিনি আরও জানান, ‘যে বিষ দিয়ে মাছ মারা হয়েছে সেই বিষের বোতল এবং একটি হাতমোজা ওই পুকুর থেকে উদ্ধার করা হয়েছে। ধারণা করছি পুর্ব শত্রুতার জেরে এলাকার কেউ একাজ করেছে। এবিষয়ে স্থানীয় থানায় অভিযোগ করবো।’
কুষ্টিয়ার মিরপুরের চিথলিয়া ইউনিয়নের মজলিশপুর গ্রামে বিষ দিয়ে মাছ নিধন। ছবি-প্রতিনিধিস্থানীয় চিথলিয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) ১নং ওয়ার্ড সদস্য কয়ের আলী বলেন, ‘এখানে মাছ এমনিতে মরেনি। যেকোনও লোক বিষ প্রয়োগে মাছগুলো মেরেছে।’
পাশের ধুবইল ইউনিয়ন পরিষদের (ইউপি) ৩নং ওয়ার্ড সদস্য শাহ জামাল বরুন জানান, ‘যে কেউ বিষ দিয়ে এই মাছগুলো মেরে ফেলেছে।’

/এনআই/