ফেনীর মুহুরী ও কহুয়া নদীর পানি বিপদসীমার ওপর




ফেনীর মুহুরী ও কহুয়া নদীর পানি বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। ছবি- প্রতিনিধিঅবিরাম বর্ষণ ও ভারতীয় পাহাড়ি ঢলে ফেনীর মুহুরী ও কহুয়া নদীর পানি বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। বৃহস্পতিবার (২০ জুলাই) এ চিত্র দেখা গেছে। এতে পরশুরাম উপজেলার সুবার বাজারের উত্তর পাশে সিলোনিয়া নদীর বাঁধ ভেঙে গেছে।

ফেনী পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী কোহিনূর আলম বাংলা ট্রিবিউনকে জানান, ওই এলাকার পাটনি কোনার ফসলি জমি বন্যার পানিতে ডুবে গেছে। একইভাবে উপজেলার মনিপুর গ্রামের অংশের রাস্তাঘাটসহ ফসলি জমি প্লাবিত হয়েছে।

ফেনীর মুহুরী ও কহুয়া নদীর পানি বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। ছবি- প্রতিনিধিএই নির্বাহী প্রকৌশলী আরও জানান, পরশুরামে মুহুরী নদীর পানি বিপদসীমার ১৩.৪৭ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। পরশুরামে সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে ৮০ মিলিমিটার।

/এনআই/জেএইচ/