নীলফামারীতে বন্যা: ৩৩ হাজার গবাদি পশু ও পাখি রোগে আক্রান্ত

নীলফামারীতে-বন্যাতিস্তায় পানি বৃদ্ধির কারণে সৃষ্ট বন্যায় নীলফামারীর ডিমলা ও জলঢাকা উপজেলার ১০ ইউনিয়নে ৩৩ হাজার ৪৮৭টি গবাদি পশু ও পাখি নানা রোগে আক্রান্ত হয়েছে। আক্রন্ত পশু ও পাখির চিকিৎসাসহ চার হাজার ৮৪৮টি গবাদি পশু ও পাখিকে টিকা দেওয়া হয়েছে। জেলা প্রাণীসম্পদ কর্মকর্তা মো. শাহজালাল খন্দকার এ তথ্য জানান।

জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা মো. শাহজালাল খন্দকার জানান, বন্যায় দুই উপজেলায় ২২ একর গবাদি পশুর চারণ ভূমি প্লাবিত হয়েছে। এতে বিনষ্ট হয়েছে এক লাখ ৯২ হাজার ৫০০ টাকা মূল্যের সাড়ে পাঁচ মেট্রিকটন দানাদার খাদ্য। গরুর খাদ্য হিসেব ব্যব‎হৃত (গো-খাদ্য) ধানের খড় নষ্ট হয়েছে ৫৪ হাজার টাকা মূল্যের। সর্বমোট টাকার অঙ্কে ওই ক্ষতির পরিমাণ দুই লাখ ৪৬ হাজার ৫০০টাকা।

জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা এ.টি.এম আখতারুজ্জামান বলেন, ‘জেলা প্রাণীসম্পদ বিভাগ বন্যায় গবাদি পশু ও পাখির ক্ষতির ওই প্রতিবেদন দাখিল করেছেন।

/এসএমএ/