পাহাড় ধসে ঢাবি শিক্ষার্থীর মৃত্যু

কক্সবাজার সদর হাসপাতালে ঢাবি শিক্ষার্থীর লাশ কক্সবাজারের হিমছড়িতে ঝর্ণা দেখতে গিয়ে পাহাড় ধসে প্রাণ হারিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) এক শিক্ষার্থী। শনিবার (২২ জুলাই) বিকালে এ ঘটনা ঘটেছে বলে নিশ্চিত করেছে কক্সবাজার জেলা সদর হাসপাতাল কর্তৃপক্ষ।

হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ইমরান উদ্দিন রুবেল বাংলা ট্রিবিউনকে বলেন, ‘শনিবার বিকালে তিন জন আহত পর্যটককে হাসপাতালে নিয়ে আসেন সেনাবাহিনীর সদস্যরা। এর মধ্যে একজনকে মৃত পাওয়া গেছে। আমরা জানতে পেরেছি, নিহতের নাম রিদওয়ানুল আলম সাব্বির। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী।’ আহত দু’জনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে বলে জানান তিনি।

চিকিৎসক ইমরান আরও জানান, আহত দু’জনের অবস্থা গুরুতর ছিল না। সে কারণেই তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। হিমছড়িতে পাহাড় ধসে এই হতাহতের ঘটনা ঘটেছে বলে জানা গেছে।

এএইচ/