খুলনায় আটকে রাখা ২ শিক্ষার্থী উদ্ধার, আটক ৩

খুলনাবাগেরহাট থেকে খুলনায় এনে আটকে রাখার ১০ ঘন্টা পর ২ শিক্ষার্থীকে উদ্ধার করা হয়েছে। এ সময় ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে ৩ জনকে আটক করা হয়। শুক্রবার রাতে (২২ জুলাই) খুলনা মহানগরীর সোনাডাঙ্গা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মমতাজুল হক এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, শুক্রবার রাতে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালের স্টাফ কোয়াটারের কুক মো. দুলাল হাওলাদারের (৪৫) বাসায় অভিযান চালিয়ে দুই শিক্ষার্থীকে উদ্ধার করা হয়। এসময় কুক দুলালসহ আরও দু’জনকে আটক করা হয়েছে। আটককৃত অন্য দুজনের নাম তাওহিদুল ইসলাম নয়ন (২৮) ও রুবেল (২৮)।

ওসি আরও জানান, এ চক্রটি আল শাহরিয়ার ও সাবিনা আফরিন নামের দু’জন কলেজ শিক্ষার্থীকে ভয় দেখিয়ে বাগেরহাট থেকে খুলনায় এনে আটকে রাখে। আল শাহরিয়ারে বাড়ি কয়রায়। সে খুলনা সরকারি আযম খান কমার্স কলেজের শিক্ষার্থী। অপর শিক্ষার্থী সাবিনা খুলনা সরকারি এম এম সিটি কলেজের শিক্ষার্থী ও পিরোজপুরের বাসিন্দা। শুক্রবার তারা একসাথে বাগেরহাট ঘুরতে গিয়েছিল। কিন্তু দুপুরের দিকে তাদেরকে খুলনায় এনে আটকে রাখা হয়।

এএইচ/