শ্রীপুরে গৃহবধূর লাশ উদ্ধার, পরিবারের দাবি আত্মহত্যা

গাজীপুর

গাজীপুরের শ্রীপুরে আমেনা খাতুন (৩৫) নামে এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহতের স্বজনদের দাবি, পারিবারিক কলহের জেরে আমেনা ফাঁসিতে ঝুলে আত্মহত্যা করেছেন। রবিবার (২৩ জুলাই) বেলা ১১টার দিকে পুলিশ আমেনার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠায়। শ্রীপুর থানার উপ-পরিদর্শক (এসআই) জাহাঙ্গীর আলম বাংলা ট্রিবিউনকে এ তথ্য নিশ্চিত করেছেন।

নিহত আমেনা টাঙ্গাইলের বাসাইল উপজেলার মিরিকপুর গ্রামের মৃত ছলিম উদ্দিনের মেয়ে এবং স্থানীয় সোহাগ মিয়ার স্ত্রী।

নিহতের বড়বোন সালেহা খাতুনের অভিযোগ, ‘আমেনার স্বামী সোহাগ তার বড় মেয়ের শাশুড়ি জরিনার সঙ্গে প্রায় দুই বছর ধরে পরকিয়া করে আসছে। বিষয়টি টের পেয়ে আমেনা সোহাগকে প্রায়ই বাধা দিতেন। এ নিয়ে স্বামী-স্ত্রীর মাঝে ঝগড়া লেগেই থাকতো। শনিবার রাতে আবারও পরকিয়ার বিষয়টি নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে কথা কাটাকাটি হয়। কথা কাটাকাটির পর আমি গিয়ে বিষয়টির মীমাংসা করে আসি। এরপর সকালে গিয়ে দেখি, সোহাগ আমেনার লাশ নিয়ে বসে আছে। আমাকে দেখে সোহাগ জানায়, আমেনা সকাল সাড়ে ৮টার দিকে ওয়াশরুমে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেছে।’

এসআই জাহাঙ্গীর আলম বলেন, ‘সালেহাকে হত্যা করা হয়েছে নাকি তিনি আত্মহত্যা করেছেন, তা ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর বলা যাবে। এ ঘটনায় শ্রীপুর থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।’

/এসএসএ/এমএ/