কুয়াকাটায় ট্রলার ডুবি, নিখোঁজ ১

ট্রলার ডুবি

পটুয়াখালীর কুয়াকাটা সৈকত থেকে ৩০ কিলোমিটার দক্ষিণে বঙ্গোবসাগরে এফবি আছিয়া খাতুন নামে একটি মাছ ধরার ট্রলার ডুবে গেছে। এ ঘটনায় ১৭ জেলেকে উদ্ধার করা গেলেও একজনের হদিস পাওয়া যায়নি। রবিবার (২৩ জুলাই) বিকালে এ ঘটনা ঘটে। কুয়াকাটা-আলীপুর মৎস্য আড়তদার সমিতির সভাপতি আনছার উদ্দিন মোল্লা বাংলা ট্রিবিউনকে এ তথ্য জানিয়েছেন।


নিখোঁজ জেলের নাম ভুট্টো (২৮), তার বিস্তারিত পরিচয় জানা যায়নি। তার বাড়ি ভোলা জেলায় বলে জানা গেছে।
উদ্ধার হওয়া জেলেরা জানান, রবিবার বিকালে কুয়াকাটা সৈকত থেকে ৩০ কিলোমিটার দক্ষিণে বঙ্গোবসাগরে টেউয়ের তোড়ে ট্রলারটি ডুবে যায়।
আনছার উদ্দিন মোল্লা জানান, নিখোঁজ জেলে ও ডুবে যাওয়া ট্রলার উদ্ধারের জন্য অন্য একটি ট্রলার সাগরে পাঠানোর প্রস্তুতি চলছে।
/এমএ/