মেয়েকে উত্ত্যক্তের প্রতিবাদ, বাবা খুন





কাজী-মাহাবুব
গোপালগঞ্জে মেয়েকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় সন্ত্রাসীদের ধারালো অস্ত্রের কোপে মারাত্মক আহত কাজী মাহাবুবের (৫০) মৃত্যু হয়েছে। রবিবার (২৩ জুলাই) দিবাগত রাতে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সেলিম রেজা এ তথ্য জানান। তিনি জানান, ‘১৫ জুলাই রাত ৯টার দিকে গোপালগঞ্জ শহরের পাবলিক হল রোডের নিজ বাসার কাছে সন্ত্রাসী ও বখাটে আকাশের (২২) নেতৃত্বে একদল সন্ত্রাসী কাজী মাহাবুবকে কুপিয়ে পালিয়ে যায়।’

ওসি মো. সেলিম রেজা জানান, ‘মাহবুবের মেয়ে বীণাপাণি সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেণির ছাত্রী। তাকে প্রায়ই উত্ত্যক্ত করতো বখাটে আকাশ। পরে মাহবুব উত্ত্যক্তের বিষয়টি থানায় অভিযোগ করেন। অভিযোগের ভিত্তিতে পুলিশ বেশ কিছুদিন আগে আকাশকে ধরে নিয়ে যায়। পরে মুচলেকা নিয়ে ছেড়ে দেয়। এর জের ধরে ১৫ জুলাই রাতে আকাশ ও তার লোকজন কাজী মাহবুবকে কুপিয়ে মারাত্মক আহত করে। প্রথমে গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে এবং অবস্থার অবনতি হলে তাকে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়। সেখানে রবিবার দিবাগত রাতে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।’

ওসি আরও জানান, ‘এ ঘটনার সঙ্গে জড়িত সন্ত্রাসীদের গ্রেফতারের চেষ্টা চলছে।’

তিনি জানান, নিহত কাজী মাহাবুব গোপালগঞ্জ সদর সাব রেজিস্ট্রার অফিসের স্টাম্প ভেন্ডার ও হরিদাসপুর ইউনিয়নের সাবেক সদস্য ছিলেন।

/এনআই/