তিনবিঘায় বিএসএফের হাতে দুই বাংলাদেশি আটক

bgb-bsfলালমনিরহাটের পাটগ্রাম উপজেলার পানবাড়ী সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ দুই বাংলাদেশিকে আটক করেছে।  বুধবার (২৬ জুলাই) বিকেলে কালীগঞ্জ উপজেলার চাপারহাট বত্রিশ হাজারী এলাকার কানাই রায়ের ছেলে মানিক রায় (২৫) ও একই এলাকার তারাপদ রায়ের ছেলে গোবিন্দ রায়কে (২৮) আটক করে বিএসএফ।  লালমনিরহাট ১৫ বিজিবি ব্যাটালিয়নের পরিচালক লে. কর্নেল গোলাম মোর্শেদ এ তথ্য জানান।
লালমনিরহাট  ১৫ বিজিবি ব্যাটালিয়ন ও এলাকাবাসী জানায়, বুধবার বিকাল সাড়ে ৫টায় ভারতীয় কোচবিহার জেলার কুচলিবাড়ী থানার তিনবিঘা এলাকা দিয়ে অনুপ্রবেশের সময় ওই দুই বাংলাদেশি আটক করেন কোচবিহার এডোক বিএন-২ বিএসএফ ব্যাটালিয়নের তিনবিঘা ক্যাম্পের একটি টহল দল। বিনাপাসপোর্টে পাটগ্রাম উপজেলার পানবাড়ী সীমান্তের ৮১২ ও ৮১৩ নম্বর মেইন পিলারের মাঝামাঝি এলাকা দিয়ে ভারতে অনুপ্রবেশ করলে বিএসএফ তাদের আটক করে।
পরে খবর পেয়ে লালমনিরহাট ১৫ বিজিবি ব্যাটালিয়নের পাটগ্রাম কোম্পানি সদরের পক্ষ থেকে একটি প্রতিবাদপত্র পাঠিয়ে পতাকা বৈঠকের আহ্বান জানায় বিএসএফের কাছে। বুধবার রাত সাড়ে ৮টা থেকে সাড়ে ৯টা পর্যন্ত ঘণ্টাব্যাপী পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। বিএসএফের তিনবিঘা কোম্পানি কমান্ডার এসি বিনোদ কুমার ও পাটগ্রাম কোম্পানি কমান্ডার সুবেদার নুরে আলম এ বৈঠক করেন। পরে আটক দুই বাংলাদেশিকে বিজিবির নিকট হস্তান্তর করে বিএসএফ।

লালমনিরহাট ১৫ বিজিবি ব্যাটালিয়নের পরিচালক লে. কর্নেল গোলাম মোর্শেদ বলেন, ‘বিজিবি-বিএসএফের কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠকের মাধ্যমে দুই বাংলাদেশিকে ফেরত দিয়েছে বিএসএফ। ফেরত আনা মানিক ও গোবিন্দ চন্দ্র রায়কে পাটগ্রাম থানা পুলিশের নিকট সোপর্দ করা হয়েছে। এ ঘটনায় বিজিবি বাদী হয়ে একটি মামলা দায়ের করেছে।

/এসএমএ/