খানাখন্দে ভরে গেছে জামালপুর পৌরসভার অধিকাংশ সড়ক

জামালপুর শহরের চামড়াগুদাম মোড় থেকে পাঁচ-রাস্তার মোড় পর্যন্ত সড়কের বেহাল দশা। ছবি-প্রতিনিধি

দীর্ঘদিন সংস্কারহীনতার কারণে কার্পেটিং উঠে গিয়ে খানাখন্দে ভরে গেছে জামালপুর শহরের অধিকাংশ সড়ক। এসব রাস্তায় চলতে গিয়ে মাঝে মধ্যেই দুর্ঘটনা ঘটছে বলে অভিযোগ করেছেন স্থানীয়রা।

এ ব্যাপারে পৌর মেয়র মির্জা সাখাওয়াতুল আলম মনি বলেন, ‘জামালপুর পৌরসভায় ১শ ৮০ কিলোমিটার পাকা সড়ক আছে। অতিরিক্ত বৃষ্টিপাতের কারণে রাস্তার অবস্থা খারাপ হয়েছে। তবে অধিকাংশ রাস্তা সংস্কার করার জন্য টেন্ডার দেওয়া হয়েছে।’ বর্ষা শেষে দ্রুত এসব রাস্তার কাজ শুরু হবে বলেও জানান তিনি।

সরেজমিনে দেখা যায়, শহরের চামড়াগুদাম মোড় থেকে পাঁচ-রাস্তার মোড় পর্যন্ত সড়কের অধিকাংশ কার্পেটিং উঠে গিয়ে খানাখন্দের সৃষ্টি হয়েছে। এরমধ্যে অতিবৃষ্টিতে সড়কটি তলিয়ে যাওয়ায় গর্তগুলো চোখে পড়ছে না। ফলে প্রায়ই দুর্ঘটনা ঘটছে। সড়কটি পায়ে হেঁটে চলাচলেরও অযোগ্য বলে অভিযোগ স্থানীয়দের।  

শহরের চামড়াগুদাম মোড় থেকে পাঁচ-রাস্তার মোড় পর্যন্ত সড়কের বেহাল দশা। ছবি-প্রতিনিধি

একই অবস্থা শহরের মালগুদাম, মিয়াপাড়া, মৃধাপাড়া, দড়িপাড়া, ফুলবাড়িয়া, পালপাড়া, কাচারি পাড়াসহ পৌরসভার অধিকাংশ সড়কের।

শহরের নয়াপাড়া এলাকার অ্যাডভোকেট কামরুল হাসান মনি জানান, নিম্নমানের কাজ ও দীর্ঘদিন সংস্কার না করায় রাস্তাগুলোর এ অবস্থা হয়েছে। এদিকে শহরের পানি নিষ্কাশন ব্যবস্থা ভালো না বলেও অভিযোগ করেন তিনি।

দুর্ভোগের ব্যাপারে সরদার পাড়ার মাইনুল হাসান মৃদুল জানান, ভাঙ্গা রাস্তায় রিকশা যেতে চায় না। কাছের গন্তব্যেও অনেক ঘুরে যেতে হয়। ১০ টাকার রিকশা ভাড়া ৩০ টাকা দিয়েও হয় না।

এএইচ/