নেত্রকোনায় আঞ্চলিক হাওর কনভেনশন অনুষ্ঠিত

নেত্রকোনায় আঞ্চলিক হাওর কনভেনশন (ছবি-প্রতিনিধি)

‘আসুন বিপন্ন হাওরবাসীর পাশে দাঁড়াই’ স্লোগান সামনে রেখে নেত্রকোনায় ‘আঞ্চলিক হাওর কনভেনশন’ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৮ জুলাই) দুপুরে স্থানীয় পাবলিক হল মিলনায়তনে দিনব্যাপী এ সম্মেলনের আয়োজন করে নেত্রকোনা হাওর কনভেনশন কমিটি।

সম্মেলনে কনভেনশন কমিটির আহ্বায়ক মোস্তফা কামালের সভাপতিত্বে বক্তব্য রাখেন- কেন্দ্রীয় কমিউনিস্ট পার্টির সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম, উদীচীর সাবেক সভাপতি শিক্ষাবিদ যতীন সরকার, গণতান্ত্রিক বাম মোর্চার সমন্বয়কারী সাইফুল হকসহ অনেকে।

এসময় বক্তারা ভাসান পানিতে হাওর এলাকার জেলেদের মাছ ধরা উন্মুক্ত করে দেওয়া, হাওরাঞ্চলের মানবিক বিপর্যয় রোধে জলাশয়ের ইজারা প্রথা বাতিল, কৃষি ঋণসহ সব ধরনের ঋণ মওকুপ, পানি উন্নয়ন বোর্ডের দুর্নীতিবাজ কর্মকর্তাদের শাস্তিসহ বিভিন্ন দাবি তুলে ধরেন। এতে জেলার কমিউনিস্ট পার্টির বিভিন্ন নেতা ছাড়াও নানান এলাকার কৃষক-কৃষাণীরা অংশগ্রহণ করেন।

/এমএ/