বগুড়ায় ৭২ কিলোমিটার মহাসড়কের বেহাল দশা, ঝুঁকি নিয়ে চলছে যান

ঢাকা-রংপুর মহাসড়কের শাজাহানপুর উপজেলা অংশের চিত্র (ছবি- প্রতিনিধি)

দীর্ঘদিন সঠিকভাবে সংস্কার না করায় ঢাকা-রংপুর মহাসড়কের দক্ষিণে সিরাজগঞ্জের চান্দাইকোনা থেকে উত্তরে গাইবান্ধার রহবল পর্যন্ত বগুড়ার ৭২ কিলোমিটার অংশের বেহাল অবস্থা। ঈদের আগে কিছু অংশ মেরামত করা হলেও বর্তমানে অনেক স্থানে ছোট-বড় অসংখ্য গর্ত তৈরি হয়েছে। বৃষ্টি হলেই এসব গর্তে জমে পানি। চালকরা জানান, বৃষ্টির পানিতে ঢেকে থাকা ছোট-বড় গর্তগুলোতে পড়ে যানবাহনের বিভিন্ন যন্ত্রাংশের ক্ষতি হয়। এছাড়া যানবাহন বিকল হয়ে সৃষ্টি হয় প্রচণ্ড যানজট। এই সড়কে ঝুঁকি নিয়ে চলা যানবাহনের যাত্রীরা জানান, তারা সব সময় দুর্ঘটনার আতঙ্কে থাকেন। ভুক্তভোগীরা অবিলম্বে মহাসড়কটি মেরামতের জন্য সরকারের সংশ্লিষ্ট বিভাগের হস্তক্ষেপ কামনা করেছেন।

খোঁজ নিয়ে গেছে, ঢাকা-রংপুর মহাসড়কের বগুড়ার ৭২ কিলোমিটার অংশ দিয়ে উত্তরের ১০ জেলায় যানবাহন চলাচল করে। গুরুত্বপূর্ণ এ মহাসড়কে সবসময় ব্যস্ততা থাকে। অধিকাংশ স্থানে ছোট-বড় অসংখ্য গর্ত থাকায় ঈদের আগে সড়ক ও জনপথ বিভাগ থেকে কিছু অংশ মেরামত করা হয়। কিন্তু গত কিছুদিনের বৃষ্টিপাতে এ সড়কের অবস্থা আগের চেয়ে অনেক বেহাল হয়ে পড়েছে। সড়কে শত শত গর্ত সৃষ্টি হয়েছে। এর মধ্যে শেরপুর, শাজাহানপুর, শিবগঞ্জের রহবল ও ফাঁসিতলা এলাকার সড়কের অবস্থা বেশি নাজুক।

শাজাহানপুর উপজেলার মাঝিড়ার পরিবহন শ্রমিক সাইদুর রহমান, রাশেদুল ইসলাম, মুরাদ হোসেন, রাজু আহমেদ, ফাঁসিতলার সিএনজি চালক মকবুল হোসেন, ট্রাকচালক তোজাম্মেল হকসহ অনেকে জানান, দীর্ঘদিন সংস্কার না হওয়ায় বগুড়া-ঢাকা সড়কের অধিকাংশ এলাকা ক্ষতিগ্রস্ত হয়েছে। ঝুঁকি নিয়ে যানবাহন চালাতে হয়। মাঝে মধ্যে সড়ক ও জনপথ বিভাগ থেকে মহাসড়কের গর্তে ইট দেওয়া হলেও কয়েকদিনের মধ্যেই আবার গর্তের সৃষ্টি হয়। এসব গর্তে পড়ে যানবাহনের স্প্রিং ও অন্যান্য যন্ত্রাংশ নষ্ট হয়ে গাড়ি বিকল হয়ে যাচ্ছে। ফলে যাত্রী ও চালকদের দুর্ভোগ পোহাতে হয়। মাঝে মাঝে দুর্ঘটনায় প্রাণহানির ঘটনাও ঘটছে।

এ ব্যাপারে বগুড়া সড়ক ও জনপদের নির্বাহী প্রকৌশলী মো. আশরাফুজ্জামান জানান, মহাসড়কটি সংস্কারে তারা একটি প্রকল্প হাতে নিয়েছেন। আপাতত ইট ও পাথর দিয়ে সংস্কার করা হচ্ছে। বৃষ্টির মধ্যে সংস্কার করা হলে আবার কিছুদিন পরই খানাখন্দ তৈরি হবে। সেজন্য বর্ষা শেষ হলেই তারা সংস্কারের কাজ শুরু করবেন।

/এমএ/