নারীরা এখন ভোটার হতে চান না: আসাদুজ্জামান রিপন

বক্তব্য রাখছেন আসাদুজ্জামান রিপনআওয়ামী লীগের কারণে নারীরা ভোটবিমুখ হয়ে পড়েছেন বলে মন্তব্য করেছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির বিশেষ সম্পাদক ড. আসাদুজ্জামান রিপন। তিনি বলেন, ‘গত সাড়ে ৮ বছরে আওয়ামী লীগ যে অবস্থা তৈরি করেছে তাতে নারীরা এখন আর ভোটার হতে চান না, ভোটকেন্দ্রে যেতে চান না। আওয়ামী লীগ সন্ত্রাসী কর্মকাণ্ডের মধ্য দিয়ে নারীদের ভোটবিমুখ করে দিয়েছে।’

তিনি শনিবার (০৫ আগস্ট) দুপুরে জেলা বিএনপির কার্যালয়ে অনুষ্ঠিত শেরপুর জেলা বিএনপির সদস্য সংগ্রহ অভিযান এবং সদস্য নবায়ন উদ্বোধন উপলক্ষে এক কর্মী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

আসাদুজ্জামান রিপন আরও বলেন, ‘ইচ্ছাকৃতভাবে বিচার বিভাগকে সরকারের বিপক্ষে দাঁড় করানো হচ্ছে, বিচার বিভাগ সরকারের বিরুদ্ধে নয়। বিচার বিভাগ সাংবিধানিক ব্যাখ্যা দেওয়ার অধিকারী। আজ  যদি এভাবে তাদের অপদস্থ করা হয়, চ্যালেঞ্জ করা হয়, তাহলে উচ্চ আদালত বলে আর কিছু থাকবে না।’

জেলা বিএনপির সভাপতি সাবেক এমপি মাহমুদুল হক রুবেলের সভাপতিত্বে  সমাবেশে বক্তব্য রাখেন কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স, বিএনপির ঢাকা উত্তরের ভারপ্রাপ্ত সভাপতি মুন্সি বজলুল বাসেত আঞ্জুসহ জেলা বিএনপির নেতা-কর্মীরা ।

/এএম