শোক দিবসের প্রস্তুতি সভায় নেতাকর্মীরা জানালেন সভাপতির দুর্নীতির কথা

প্রস্তুতি সভাপিরোজপুরের ইন্দুরকানী উপজেলা আওয়ামী লীগ  জাতীয় শোক পালন উপলক্ষে মঙ্গলবার যৌথ সভার আয়োজন করে। তবে সভায় প্রস্তুতি নিয়ে আলোচনার পাশাপাশি নেতাকর্মীরা দলের সভাপতি এম মতিউর রহমানের নানা অনিয়ম ও দুর্নীতির কথা বলেছেন। যদিও মতিউর রহমান সভায় উপস্থিত ছিলেন না।

মঙ্গলবার দুপুরে উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে যৌথ সভায় সভাপতিত্ব করেন সহ-সভাপতি খালেক গাজী। সভায় বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক মৃধা মনিরুজ্জামান,সাংগঠনিক সম্পাদক মোয়াজ্জেম হোসেন,সদস্য সাইদুর রহমান,বালিপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হারুন অর রশিদ,উপজেলা যুবলীগের সভাপতি রাজ্জাক মাতুব্বরসহ অনেকে। মনিরুজ্জামান বলেন,  ‘যৌথ সভায় আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা সভাপতি মতিউর রহমানের  বিভিন্ন দুর্নীতি ও অর্থ লোপাটের অভিযোগ তোলেন। তাদের অভিযোগ, সভাপতি অর্থের বিনিময়ে উপজেলার প্রাথমিক বিদ্যালয়ে দপ্তরী কাম নৈশ প্রহরী নিয়োগ, রামচন্দ্রপুর মাধ্যমিক বিদ্যালয়ে অফিস সহকারী নিয়োগ, বালিপাড়া ইউনিয়ন মাধ্যমিক বিদ্যালয়ে ছাত্রদল ও শিবিরের দুই নেতাকে নিয়োগ দিয়েছেন। টিআর, কাবিখাসহ বিভিন্ন উন্নয়ন প্রকল্প থেকে টাকা হাতিয়ে নিয়ে কোটিপতি হয়েছেন। অর্থ আত্মসাৎ করায় ৩ মাস ধরে এ উপজেলার আওয়ামী লীগের কোনও কার্যক্রমে অংশ গ্রহণ করছেন না তিনি।’

বালিপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হারুন অর রশিদ বলেন,‘মতিউর রহমান দলের দুর্দিনে কর্মী সমর্থকদের কোনও খোঁজ রাখেননি। তিনি ও তার স্ত্রী ফেরদৌস জাহান বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের সভাপতির পদ আগলে রেখে নিয়োগ বাণিজ্য করেন।’

উপজেলা যুবলীগের সহ-সভাপতি মেহেদি হাসান রিপন বলেন,‘মতিউর রহমান মাঠ পর্যায়ের নেতাকর্মীদের সঙ্গে যোগাযোগ না রেখে বিএনপি-জামায়াতের সঙ্গে আঁতাত করে চলেন। জনবিচ্ছিন্ন হওয়ার কারণে তিনি গত কয়েক মাস ধরে দলীয় কর্মকাণ্ডে উপস্থিত হন না এবং দলের কোনও খবরও রাখেন না।’

যুবলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ইকরামুল সিকদার বলেন,‘সভাপতি একজন জনবিচ্ছিন্ন নেতা। এলাকায় তার কোনও দলীয় সমর্থন নেই।

এ বিষয়ে মতিউর রহমান বলেন, ‘আমি কোনও ধরনের দুর্নীতি বা অনিয়মের সঙ্গে জড়িত নই। কিছু নেতাকর্মী আমার বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে।’

ইকরামুল সিকদার বলেন,প্রস্তুতি সভায় নেতাকর্মীরা মতিউর রহমানের বিরুদ্ধে নানা ক্ষোভের কথা বলেছে। সভায় সিদ্ধান্ত নেওয়া হয়েছে তাকে (সভাপতি) বাদ দিয়ে শোক দিবস পালন করা হবে।

 /এসটি/