জঙ্গি অর্থায়নের অভিযোগে আটক মোস্তাকের ২ দিনের রিমান্ড মঞ্জুর

মোস্তাক আহমেদ খাঁজঙ্গি অর্থায়নের অভিযোগে আটক মোস্তাক আহমেদ খাঁ’র দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। বৃহস্পতিবার (১০ আগস্ট) বিকালে হবিগঞ্জের অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তৌহিদুল ইসলামের আদালতে দীর্ঘ শুনানি শেষে তার দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন। পরে আসামিকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত।
আর আগে, মঙ্গলবার (৮ আগস্ট) পুলিশ অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) মোস্তাকের ১০ দিনের রিমান্ড আবেদন করে হবিগঞ্জের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে। বুধবার (৯ আগস্ট) দুপুরে শুনানির পর আদালত দ্বিতীয় দফায় শুনানির জন্য বৃহস্পতিবার দিন ধার্য করেন। বৃহস্পতিবার আবারও শুনানি শেষে তার দুই দিনের রিমান্ড মঞ্জুর করা হয়।
হবিগঞ্জ আদলত পুলিশের পরিদর্শক (ওসি) কাজী কামাল উদ্দিন সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেছেন।
উল্লেখ্য, গত সোমবার (৭ আগস্ট) রাতে সিআইডির অর্গানাইজড ক্রাইম ইউনিট মোস্তাক আহমেদ খাঁ’কে হবিগঞ্জ শহরের একটি বাসা থেকে গ্রেফতার করে। পুলিশ সূত্রে জানা যায়, ২০১৪ সালে জামায়াত-বিএনপি জোটের রাজনৈতিক সহিংসতার সময় মোস্তাক আহমেদ খাঁ’র দুই কোটি টাকার সন্দেহজনক আর্থিক লেনদেনের প্রমাণ পায় পুলিশের অপরাধ ও তদন্ত বিভাগ (সিআইডি)। এ পরিপ্রেক্ষিতে সোমবার হবিগঞ্জ থেকে মোস্তাককে গ্রেফতার করে সিআইডি।
এছাড়া, মোস্তাকের বিরুদ্ধে ২০১৪ সাল থেকে ২০১৬ সাল পর্যন্ত সন্ত্রাসবিরোধী ও বিস্ফোরকসহ পাঁচটি মামলা রয়েছে। মোস্তাককে গ্রেফতারের পর তার বিরুদ্ধে হবিগঞ্জ সদর থানায় মানি লন্ডারিং আইনে আরও একটি মামলা দায়ের করে সিআইডি।

আরও পড়ুন-

চিত্রকলার সুলতান, এসএম সুলতানের ৯৪তম জন্মদিন পালিত

অস্ত্রোপচারের সময় প্রসূতির মৃত্যুর ঘটনায় সাতজনের নামে মামলা

/টিআর/