কলমাকান্দা উপজেলা প্রশাসনের পুরাতন ভবন ভাঙতে গিয়ে শ্রমিকের মৃত্যু

নেত্রকোনানেত্রকোনার কলমাকান্দা উপজেলা প্রশাসনের একটি পুরাতন ভবন ভাঙতে গিয়ে সুজন মিয়া নামের এক শ্রমিকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১০ আগস্ট) দুপুরে এ ঘটনা ঘটে। তিনি উপজেলার রামভদ্রপুর গ্রামের আব্দুস ছালামের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহ্স্পতিবার সকাল থেকে কয়েকজন শ্রমিক মিলে উপজেলা প্রশাসনের একটি পুরাতন ভবন ভাঙার কাজ শুরু করে। কাজ চলাকালীন দুপুরের দিকে একটি পিলার ভাঙতে গিয়ে এটির নিচে চাপা পড়েন সুজন মিয়া। পরে তাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য সুজনকে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন। পরে সেখানে নিয়ে যাওয়ার পথে মারা যান তিনি।

কলমাকান্দা থানার ওসি একেএম মিজানূর রহমান এ তথ্য নিশ্চিত করেন। এ ব্যাপারে কলমাকান্দার সহকারী কমিশনার (ভূমি) ও ভারপ্রাপ্ত ইউএনও আশরাফুল সিদ্দিক জানান, এমন ঘটনা দুঃখজনক। আমি কাজটির ঠিকাদারের সঙ্গে কথা বলছি, যতটুকু পারা যায় নিহতের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়ার ব্যবস্থা করব। ঝুঁকিপূর্ণ কাজ প্রযুক্তির ব্যবহার না করে কেন শ্রমিক দিয়ে করানো হচ্ছে এমন প্রশ্নের জবাবে জেলা প্রশাসক মুশফিকুর রহমান বলেন,‘এটা স্থানীয় সরকার প্রকৌশল বিভাগের কাজ। টেন্ডারে কিভাবে আছে সেটা আমার জানা নেই। এটা সংশ্লিষ্ট বিভাগ বলতে পারবে।’

এ ব্যাপারে কলমাকান্দা উপজেলা স্থানীয় সরকার বিভাগ প্রকৌশলী (এলজিইডি) মো. হায়দার আলীর সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন ধরেননি।

/এএম