সুন্দরবনে জিম্মি ৪ জেলেকে উদ্ধার

চার জেলেকে উদ্ধার করেছে কোস্টগার্ডজিম্মি জেলেদের উদ্ধারে সুন্দরবনের হরিণটানা খালে কোস্টগার্ড ও বনদস্যু বড় মিয়া বাহিনীর মধ্যে বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে। এরপর মঙ্গলবার (১৫ আগস্ট) সকালে চার জেলেকে উদ্ধার করা হয়েছে। এ সময় একটি ইঞ্জিনচালিত নৌকা ট্রলার, নয় রাউন্ড তাজা গুলি জব্দ করা হয়। কোস্টগার্ড পশ্চিম জোনের (মংলা) অপারেশন অফিসার লে. কমান্ডার এম ফরিদ্জ্জুামান খান এ তথ্য জানান।
কোস্টগার্ড সূত্রে জানা গেছে, সোমবার দিনগত গভীর রাত থেকে মঙ্গলবার সকাল সাড়ে ১০টা পর্যন্ত কয়েক দফা চলা বন্দুকযুদ্ধের এক পর্যায়ে দস্যুরা পিছু হটে বনের গহীনে পালিয়ে যায়। এরপর ঘটনাস্থল থেকে তাদের ব্যবহার করা একটি ইঞ্জিনচালিত নৌকা, নয় রাউন্ড তাজা গুলি ও জিম্মি চার জেলেকে উদ্ধার করা হয়েছে।

বন্ধুকযুদ্ধের পর চার জেলেকে উদ্ধার করেছে কোস্টগার্ডকোস্টগার্ড কর্মকর্তা এম ফরিদুজ্জামান বাংলা ট্রিবিউনকে বলেন, ‘কয়েকদিন ধরে বনদস্যু বড় মিয়া বাহিনী ইলিশ মৌসুমে মুক্তিপণের দাবিতে জেলে অপরহণের পর পূর্বসুন্দরবনের হরিণটানা খালে অবস্থান করছে, এমন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার গভীর রাতে কোস্ট গার্ডের পাঁচটি বিশেষ টিম ওই এলাকায় অভিযান চালায়। রাত থেকে শুরু হওয়া কয়েক দফার বন্দুকযুদ্ধের এক পর্যায়ে দস্যুরা বনের গহীনে পালিয়ে যায়।’ 

ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে নয় রাউন্ড তাজা গুলি, একটি ট্রলার ও অপহরণ করা চার জেলেকে উদ্ধার করে অভিযানকারীরা। দস্যুদের দমনে ওই এলাকায় কোস্টগার্ডের বিশেষ পাঁচটি টিমের অভিযান অব্যাহত রয়েছে বলে জানান এম ফরিদুজ্জামান।

জানা গেছে, উদ্ধার হওয়া জেলেদের বাড়ি বাগেরহাটের শরণখোলায়। তবে তাদের নাম জানা যায়নি।

/এসএমএ/