বরিশালে ভুয়া মেজর আটক

শফিক ওরফে নওশের আলী বিটু বরিশালে শফিক ওরফে নওশের আলী বিটু (৪৭) নামের এক ভুয়া মেজর পরিচয়দানকারীকে আটক করেছে র‌্যাব। রবিবার দিবাগত মধ্যরাতে নগরীর ফকিরবাড়ি এলাকার নিউ রাঁধুনী হোটেল অ্যান্ড বিরিয়ানী হাউজ থেকে তাকে আটক করা হয়। তিনি বরিশাল নগরের উত্তর ভাটিখানা এলাকার মিয়া বাড়ির মৃত মতিয়ার রহমান মিয়ার ছেলে। সোমবার দুপুরে বরিশাল র‌্যাব-৮ এর  এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বরিশাল মহানগর কোতোয়ালি থানায় ভুয়া মেজর পরিচয় দিয়ে  প্রতারণার অভিযোগে নওশের আলী বিটুর বিরুদ্ধে একটি মামলা দায়ের করেছেন বরিশাল র‌্যাব-৮ এর ডিএডি মুহাম্মদ আলী হুসাইন। কোতোয়ালি থানার ওসি শাহ মো. আওলাদ হেসেন মামলার বিষয়টি নিশ্চিত করেছেন।

র‌্যাব জানিয়েছে গত ১৮ আগস্ট বরিশাল নগরের কাউনিয়া জোড় মসজিদ এলাকার লুৎফর রহমান মিয়ার মোবাইল ফোনে কল করে ভুয়া মেজর তাকে র‌্যাব-৮ অফিসে দেখা করতে বলে। এ ঘটনায় গত ২০ আগস্ট লুৎফর রহমান মিয়া কাউনিয়া থানায় একটি সাধারণ ডায়েরি করেন। পরে র‌্যাব-৮ এর কোম্পানি কমান্ডারের সঙ্গে সাক্ষাত করেন।