গোপালগঞ্জে বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা

গোপালগঞ্জে বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা২১ আগস্ট প্রধানমন্ত্রী শেখ হাসিনার জনসভায় গ্রেনেড হামলায় নিহতদের স্মরণে গোপালগঞ্জে বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা নিবেদন করা হয়েছে। এছাড়া দোষীদের শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গোপালগঞ্জ জেলা ছাত্রলীগ ও টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগ পৃথকভাবে এ কর্মসূচি পালন করে।

সোমবার দুপুরে দিবসটি উপলক্ষে নিহতদের স্মরণে বঙ্গবন্ধুর সমাধিসৌধে পুষ্পমাল্য অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতারা। এসময় তারা ফাতেহা পাঠ ও বিশেষ মোনাজাতে অংশ নেন। পরে উপজেলা পরিষদ হলরুমে টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল হালিমের সভাপতিত্বে আলোচনাসভা অনুষ্ঠিত হয়। 

দুপুর ১২টার দিকে গোপালগঞ্জ জেলা ছাত্রলীগের উদ্যোগে সরকারি বঙ্গবন্ধু বিশ্ববিদ্যালয় কলেজ ক্যাম্পাস থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি কলেজ ক্যাম্পাস থেকে বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে স্থানীয় আওয়ামী লীগ কার্যালয়ে গিয়ে শেষ হয়।পরে সেখানে অনুষ্ঠিত প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগ সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান চৌধুরী এমদাদুল হক।

জেলা ছাত্রলীগের সভাপতি আব্দুল হামিদের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহাবুব আলী খান, সহ-সভাপতি সিকদার নূর মোহম্মদ দুলু, পৌর মেয়র ও সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি, কাজী লিয়াকত আলী লেকু, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম মিটু, জেলা যুবলীগের সাধারণ সম্পাদক এমবি সাঈফ বি মোল্লা, ছাত্রলীগ নেতা শরীফুল ইসলাম খান মুন্না, দ্বীন ইসলাম, নিউটন মোল্লা, শরিফুল ইসলাম সিকদার, রনি হোসেন কালু, তরিকুল ইসলাম তারেক ও আতাউর রহমান পিয়াল প্রমুখ বক্তব্য রাখেন।